সারাদেশ

চট্টগ্রামে শুরু হল করোনা পরীক্ষা  

চট্টগ্রাম প্রতিনিধি:

রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রামে শুরু হয়েছে করোনাভাইরাস আক্রান্তের পরীক্ষা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) নিজস্ব ল্যাবরেটরিতে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, করোনা পরীক্ষার পর এর ফলাফল চট্টগ্রামে নয় বরং সমন্বিতভাবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)'এ ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করবে।

বিআইটিআইডি সূত্রে জানা গেছে, আজ করোনা শনাক্তকরণ কিট পাওয়ার পর তিনটি নমুনা পরীক্ষা করেছেন তারা। এ সব নমুনা গতকাল বিকেল পর্যন্ত সংগ্রহ করা হয়। আগে ব্যক্তিগত উদ্যোগে ফ্রান্স থেকে সংগ্রহ করা কিটে চট্টগ্রাম থেকে ১৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়, বাকি একজনের রিপোর্ট এখনও হাতে আসেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি মিয়া জানান, আজ থেকে সীতাকুণ্ডের বিআইটিআইডি'র নিজস্ব ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। তবে এর ফলাফল জানানো হবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। চট্টগ্রাম থেকে কোনো রিপোর্ট প্রকাশ করা হবে না।

বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ বলেন, সকালে ঢাকা থেকে করোনা শনাক্তকরণ কিট আমাদের হাতে পৌঁছেছে। এর আগে, আমরা ফ্রান্স থেকে সংগ্রহ করা কিটে পরীক্ষা করছিলাম। নতুন করে আজ তিনটি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের মোট ১৮টি স্যাম্পল টেস্ট হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম্প...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন...

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্...

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো....

বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে...

সরকারি জমি বিক্রি করে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে সরকারি জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা