বাণিজ্য

গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়লো ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

বিম্ব মহামারি করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির সময় এপ্রিল মাসে যেসব কারখানা বন্ধ ছিল, ওইসব কারখানার শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে।

৪ মে সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এপ্রিলে শ্রমিকরা ৬০ শতাংশ মজুরি পাবেন বলে সরকার, মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কয়েকটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বন্ধ কারখানার এপ্রিল মাসের বেতন আরও বাড়ানোর দাবি করা হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে আরও ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়।

এপ্রিলের বেতনের হিসাব চূড়ান্ত হয়ে যাওয়ায় শ্রমিকরা বর্ধিত ৫ শতাংশ মজুরি মে মাসের বেতনের সঙ্গে পাবেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে শ্রমিকদের উৎসব বোনাস দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবারের সভায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ’র সভাপতি এবং সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক উপস্থিত ছিলেন।

এছাড়া, নিট পোশাক তৈরি ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ’র জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আমিরুল হক আমিন, নাজমা আক্তার, বাবুল আখতার এবং শহীদুল্লাহ শহীদ বৈঠকে অংশ নেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা