ছবি-সংগৃহীত
খেলা

ক্যামেরুনের মুখোমুখি ব্রাজিল

সান নিউজ ডেস্ক: লুসাইলে আজ শুক্রবার (২ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্যামেরুন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি

টানা দুই জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে নির্ভার ব্রাজিল। দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া ক্যামেরুনের ভাগ্য ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। একই সময়ে শুরু হওয়া সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচের ফল অনুকূলে না থাকলে ব্রাজিলের বিপক্ষে জিতেও লাভ হবে না ক্যামেরুনের। ‘জি’ গ্রুপের এ দুটি ম্যাচ দিয়েই আজ শেষ হচ্ছে গ্রুপপর্বের লড়াই। শেষ দল হিসাবে শেষ ষোলোতে ব্রাজিলের সঙ্গী হবে কে সেটাই দেখার।

তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ড যে কোনো ব্যবধানে সার্বিয়াকে হারালেই পেয়ে যাবে শেষ ষোলোর টিকিট। অন্য ম্যাচে ক্যামেরুন না জিতলে ড্র করলেও চলবে সুইসদের। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সার্বিয়ার সামনে জয়ের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: নেইমারের স্কিল একদম আলাদা

নিজেরা জেতার পাশাপাশি তাদের প্রার্থনা করতে হবে ক্যামেরুন যেন না জেতে। আর গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে ব্রাজিলের দরকার এক পয়েন্ট। অন্য ম্যাচে সুইজারল্যান্ড যদি ন্যূনতম ব্যবধানে জেতে, সেক্ষেত্রে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল।

সম্ভাবনার অনেক দুয়ার খোলা থাকায় আজ বেঞ্চের শক্তি পরখ করে দেখার আভাস দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। গোড়ালির চোটে নেইমার ও দানিলো আগেই দর্শক হয়ে গেছেন। চোটের মিছিলে নাম লিখিয়ে আলেক্স সান্দ্রোরও আজ খেলা হচ্ছে না। চোটে ভুগছেন পাকেতাও।

নকআউট পর্বের আগে নতুন করে চোটের ঝুঁকি এড়াতে কয়েকজন তারকা খেলোয়াড়কে আজ বিশ্রাম দিয়ে আন্তনি, রদ্রিগো, জেসুস, গুইমারায়েস মার্তিনেল্লি ও এদেরসনকে খেলাতে পারেন তিতে। ফিফা র‌্যাংকিংয়ের এক নম্বর দলটির বড় শক্তি স্কোয়াডের গভীরতা।

রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে হারানোর পর নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় সেলেকাওরা। সেই জয়ের নায়ক মিডফিল্ডার কাসেমিরোর মতে, ‘১১ জন নয়, ব্রাজিলের নায়ক ২৬ জন। আমাদের স্কোয়াডের সবাই শুরুর একাদশে খেলার যোগ্যতা রাখে। এটাই আমাদের বড় শক্তি।’

আরও পড়ুন: ব্রাজিলে করোনা আতঙ্ক

ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের ভাবনাটাও এমন ছিল। তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হারা শেষ ম্যাচে একাদশে নয়টি পরিবর্তন এনেছিলেন তিনি। হেরেও অবশ্য কোনো ক্ষতি হয়নি ফ্রান্সের। তবে অসম্ভবকে সম্ভব করতে ক্যামেরুনের প্রেরণা হতে পারে আজ তিউনিশিয়া।

এদিকে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল শিবির। দলে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। নেইমারের পর অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। কেউ কেউ আবার এর সঙ্গে বমিও করছেন।

ব্রাজিলের কর্মকর্তাদের আশঙ্কা, বিশ্বকাপের মধ্যে করোনো সংক্রমণ যদি ফের বাড়তে শুরু করে, বিপর্যয় এড়ানো অসম্ভব। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছেন, কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ ঠেকানোর ন্যূনতম ব্যবস্থাও নেই। এই মুহূর্তে করোনা ভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, কিন্তু আবার যে রক্তচক্ষু দেখাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে?

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে কালবৈশাখীর আঘাত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এ বছ...

পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধে রিট 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায়...

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজ...

সেনাবাহিনীকে আধুনিক করে তোলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শ...

গ্লেনরিচ স্কুলের আপগ্রেডেশনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ‘গ্লেন ফে...

সুন্দরবনে আগুন, খতিয়ে দেখার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে আগুন...

সংগীত শিল্পী প্রতীক ইয়াসিরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়ক ও গীতিকার প্রতীক ইয়াসিরের ৪৬তম...

কমলো তাপমাত্রা, কালবৈশাখীর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: টানা প্রায় এক ম...

ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

২ দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: টানা ৮ দফায় কমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা