নিজস্ব প্রতিবেদক:
কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বিশেষ সুবিধা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এতোদিন ঋণপত্র খোলার পর এসব পণ্য আনতে ১৮০ দিন সময় পেতেন আমদানিকারকরা। এখন তা বৃদ্ধি করে ৩৬০ দিন ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক।
২৬ এপ্রিল রবিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ দিন সময় পাবেন সব অথরাইজড ডিলার। করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত সময়ের দাবি।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা দেয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
সান নিউজ/সালি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            