কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেহেরপুর হতে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল মিরপুর উপজেলার আমলা বাজার ব্রিজ নামক স্থানে এইচ আর এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ ৩২ হাজার পাঁচশ টাকা।
মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাননিউজ/আরপি