কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণ ফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন।
সোমবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া–মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর ভাঙাবটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আশিক চৌধুরী উপজেলার আমলাসদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মোহর আলী চৌধুরীর ছেলে।
নিহতের ভাই তুহিন চৌধুরী বলেন, আমার ভাই আশিক গ্রামীণ ফোনে চাকরি করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। আমরা ফেসবুকের মাধ্যমে দেখি, আমার ভাই নিহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে আমরা ঘটনাস্থলে আসি।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মিরপুর ভাঙাবটতলা নামক স্থানে সড়কের ওপর একজন নিহতের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাননিউজ/আরআরপি