নিজস্ব প্রতিবেদক:
ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকা, গাড়ির অনবরত হর্ন, শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে ছুটে চলা, চেনা এই নগরীর সবই এখন অচেনা। নেই শিক্ষার্থীদের ছুটে চলা অথবা যানজটে বসে থাকা। বদলে গেছে সবই। কোলাহলমুক্ত জনজীবন এখন রাজধানী ঢাকা। করোনাভাইরাস আতঙ্ক কেড়ে নিয়েছে চিরাচরিত রাজধানীর চিত্র।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে বেড় হচ্ছেন না কেউ। ছুটি পেয়ে অনেকে চলে গেছেন গ্রামের বাড়িতে।
বৃহস্পতিবার দেখা গেল, রাজধানী এখন অনেক ফাঁকা। নিউমার্কেট, শাহবাগ, কাওরানবাজার, ফার্মগেট, মিরপুরের বিভিন্ন এলাকায় লোক সমাগম ছিল খুবই কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফার্মগেট ছিল প্রায়ই জনশূন্য। যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসচালকদের। অথচ অন্যা সময়ে ভিড় ঠেলে বাসা উঠতে হতো যাত্রীদের।
তবে, বাস টার্মিনালগুলোতে ছিলো যাত্রীদের ভিড়। ছুটি পেয়ে বাড়ি ফিরছেন অনেকেই। এদের বড় একটি অংশ শিক্ষার্থী। তাদের সাথে কথা বলে জানা যায়, করোনাভাইরাস আকঙ্কে রাজধানী ছাড়ছেন তারা। জানান, বিশ্ববিদ্যালয়ের হলে গাদাগাদি করে থাকতে হয়। এ কারণে বাড়িতে যাচ্ছেন তারা।
এদিকে, প্রচুর সংখ্যক মানুষ রাজধানী ছাড়ায় বাসের টিকেট সংকট দেখা দিয়েছে টার্মিনালের কাউন্টারগুলোতে। এতে অনেককে পড়তে হয়েছে ভোগান্তিতে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.