জাতীয়

‘করোনায় কাজ হারিয়েছেন ৭০ শতাংশ বাংলাদেশি’

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে কিছু সময়ের জন্য বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষকে কাজ হারাতে হয়েছে। পাশাপাশি কাজ থাকার পরও আয় কমেছে প্রায় ৬৩ শতাংশ মানুষের। যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালপের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (৩ মে) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিশ্বের ১১৭টি দেশের তিন লাখ মানুষের ওপর জরিপ করে প্রতিষ্ঠানটি। গ্যালপের প্রতিবেদন বলছে, বাংলাদেশ, ভারত, জিম্বাবুয়ে, ফিলিপাইন, কেনিয়া এবং এল সালভাদরের ৬৫ শতাংশের বেশি মানুষ জানিয়েছে, কিছু সময়ের জন্য তাদের বেকার থাকতে হয়েছে।

জরিপে বাংলাদেশের ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তাদের কিছু সময়ের জন্য হলেও কাজ হারাতে হয়েছে। আর ৬৩ শতাংশ জানিয়েছেন, কাজ থাকার পরও করোনার প্রভাবে তাদের বেতন কিংবা আয় কমেছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রায় ৬৭ শতাংশ মানুষ জানিয়েছেন, কিছু সময়ের জন্য তাদের চাকরি হারাতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বলিভিয়া, মিয়ানমার, কেনিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, হন্ডুরাস, ইকুয়েডরসহ ৫৪টি দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা করোনা সংকটের আগে যা আয় করতেন, সংকট শুরু হওয়ার পর তার চেয়ে আয় কমেছে। যুক্তরাষ্ট্রের ৩৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদেরও আয় কমেছে।

গ্যালপ বলছে, তাদের জরিপের প্রতি তিনজনের একজন জানিয়েছেন করোনায় তারা চাকরি বা ব্যবসা হারিয়েছেন। অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও জার্মানিতে প্রতি ১০ জনে একজন জানিয়েছেন, তারা করোনার কারণে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখেছেন। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৩৯ শতাংশ। আর ফিলিপাইন, কেনিয়া ও জিম্বাবুয়েতে ৬০ শতাংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির জরিপে দেখা গেছে, দেশগুলোতে সাধারণ কর্মীরা করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এদের মধ্যে নারী কর্মীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা