আন্তর্জাতিক ডেস্ক:
অবশেষে করোনার শঙ্কা থেকে মুক্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে করানো করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল তার নেগেটিভ এসেছে।
সম্প্রতি করোনায় আক্রান্ত এক ব্যক্তির সঙ্গে বৈঠকের পর পাক প্রধানমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন, এমন সন্দেহ থেকে লালারসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য।
টেস্টের পর জানা গেছে ইমরান খানের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নেই। এর ফলে স্বস্তিতে ইমরান খান, সঙ্গে দেশটিও।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ এপ্রিল ইমরান খানের সঙ্গে সাক্ষাতের কিছুদিন পর মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা ধরা পড়ে পাকিস্তানের ইদি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইদির।
এ খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আইসোলেশনে চলে যান ইমরান খান। এছাড়া করোনা টেস্টও করান তিনি।
তবে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও পাক প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকবেন বলে জানা গেছে।
এ সম্পর্কে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, আমরা সব ধরনের প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ দরকার তাই করব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টিন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও তাই আপাতত গৃহবন্দি থাকতে হবে ইমরান খানকে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.