প্রবাস

করোনাকালে তৎপর 'বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর'

আব্দুর রহিম, সিঙ্গাপুর প্রতিনিধি:

সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন, 'বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর'এর ( বিডি চেম্বার) উদ্যোগে করোনাভাইরাসের সময়ে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশী অভিবাসী ও ব্যবসায়ীদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকার কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রায় ৩ হাজার অভিবাসী বাংলাদেশীকে বিনামূল্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

বিডি চেম্বারের উদ্যোগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্ত এবং কোয়ারান্টিনে থাকা প্রায় ৭০ জন বাংলাদেশিকে নামাজ পড়ার জন্য নামাজের কার্পেট ও রমজানের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। আক্রান্তেরা ফেরার পার্ক হসপিটাল ও ওয়ান ফেরার হোটেলে চিকিৎসাধীন ও কোয়ারান্টিন অবস্থায় আছেন।

এদিকে বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করেন জনাব মোঃ শহীদুজ্জামান, জনাব সাব্বির শাহান, জনাব মোঃ মনিরুজ্জামান (ভাইস-প্রেসিডেন্ট বিডি চেম্বার), আমানুল ইসলাম (জয়েন্ট সেক্রেটারি) আবু সায়েম আজাদ (সাংগঠনিক সম্পাদক) আশরাফুল আলম( রবিন), রেজাউল ইসলাম, মোঃ মুজিবুর রহমান, জনাব হাসান মনোয়ারুল, জনাব মোঃ পান্নাসহ আরো ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বিডি চেম্বারে সাধারণ সম্পাদক জনাব সাব্বির শাহান বলেন, তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে সবসময় বিভিন্ন হাসপাতাল এবং হোটেলগুলোতে চিকিৎসাধীন ও কোয়ারান্টিনে থাকা বাংলাদেশীদের খোঁজ খবর রাখছেন।

তিনি বলেন, যেহেতু বেশিরভাগ ডরমেটরি লকডাউন এবং সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করছে তাই তাদের পক্ষে ডরমেটরিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সরাসরি সাহায্য করা সম্ভব হচ্ছে না কিন্তু তারা প্রতিনিয়ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ডরমেটরিতে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ খবর নিচ্ছেন।

তিনি আরো বলেন, চলমান সার্কিট ব্রেকারে সকল কিছু বন্ধ থাকার কারণে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি কোনো পরিবার যদি খাদ্য সংকটে পড়ে তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারা বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করার ব্যবস্থা করবে।

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের(বিডি চেম্বার) সাবেক সভাপতি সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শহীদুজ্জামান জানান, বিডি চেম্বারের অন্তর্গত বাংলাদেশি ব্যবসায়ীরা এবং তাদের শ্রমিকরা কিভাবে সুস্থ থাকতে পারে সে ব্যাপারে তারা সর্বাত্মক দিক নির্দেশনা এবং খোঁজখবর নিচ্ছেন এবং সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় তারা পাশে থাকবেন।

সর্বশেষ পাওয়া তথ্য মতে এই পর্যন্ত সিঙ্গাপুরের ১৫ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছে যার প্রায় ৭ হাজারের কাছাকাছি বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ব্যাপারে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শ্রম সচিব জনাব আতাউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, 'যেহেতু সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আমাদেরকে অবহিত করেননি সেহেতু সর্বমোট বাংলাদেশী আক্রান্তের রেকর্ড আমাদের কাছে নেই।'

এই ব্যাপারে সর্বশেষ তথ্যের জন্য তিনি বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্পোরেট জগত থেকে ক্রিকেট বোর্ডে- বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে...

সরকার রাজনৈতিক দলগুলো থেকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ চাইল

সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে জানিয়েছে, জুলাই...

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত নারী দল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিত...

নৌকা মাটিতে নামানোরও দরকার নেই, নৌকা নৌকার জায়গায় থাকুক: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ব...

প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষকদের নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিল...

মোরেলগঞ্জে প্রায় ১৫ কোটি টাকার পাঁচটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

দীর্ঘদিন পর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বেহাল অবস্থায় থাকা মোরেলগঞ্জ পৌরসভার...

নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালকসহ ৬ জন নিহত হয়েছেন।...

যশোর-৬ বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের চমক রওনকুল ইসলাম শ্রাবণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে,...

মৌসুমের শুরুতেই মাছের জোয়ার, দুবলারচরে উৎসবমুখর শুঁটকি পল্লী

সুন্দরবনের উপকূলে বঙ্গোপসাগরের তীরে দুবলারচরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। মৌসুমে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা