সান নিউজ ডেস্ক:
ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বাংলাদেশে। এ দিনকে একদিনের রাষ্ট্রীয় শোক ষোষণা করেছে সরকার।
রোববার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বাইরের বাংলাদেশি সব মিশনকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া তার রুহের মাগফেরাতের জন্য আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আর অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
গত শুক্রবার ক্যান্সারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।
১৯৭০ সালে এক অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। তিনি আরব বিশ্বের দীর্ঘতম শাসক ছিলেন। তার শাসনামলেই ওমান উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। সুলতানের মৃত্যুর পর তার চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.