ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনী রাতভর হামলা চালিয়েছে। এসময় বিমান হামলা ও বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে এখন পর্যন্ত ৯ ফিলিস্তিনি নিহত হন।

আরও পড়ুন : কোরআন পোড়ানোয় ইইউ’র নিন্দা

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন জেনিন শহরের এবং অপর একজন ইসরায়েলি বাহিনীর গুলিতে রামাল্লাহ শহরের কাছে নিহত হন।

শহর এবং শরণার্থী শিবিরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে বলে জানিয়েছেন জেনিনের মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং গবেষক মোহাম্মদ কামানজি।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী এখানে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা বিমান হামলা অব্যাহত রেখেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু-কিশোরও রয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধশতাধিক মানুষ এসব হামলায় আহত হয়েছেন।

অপরদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা জেনিন শহরে সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

পুরো পশ্চিমতীরে তাদের অভিযান চালানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

সোমবার (৩ জুলাই) ভোরে জেনিন শহরে কমপক্ষে ১০ বার বিমান হামলা চালানো হয় উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানকার ভবনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

তারা আরও জানান, ইসরায়েলের সাঁজোয়া যানের একটি বহর শহরের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

জেনিনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আকাশ থেকে বোমাবর্ষণ এবং একই সাথে স্থল পথেও আক্রমণ হচ্ছে। বেশ কিছু বাড়ি এবং স্থাপনায় বোমা হামলা করা হয়েছে। চারদিক থেকে ধোঁয়া উঠছে।

আরও পড়ুন : কোরআন পোড়ানোয় পুতিনের নিন্দা

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে কমপক্ষে ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালক খালেদ আলাহমাদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শরণার্থী শিবিরে যা হচ্ছে, তা প্রকৃত যুদ্ধ। আকাশ থেকে শরণার্থী শিবিরকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে। প্রতিবার আমরা প্রায় ৫-৭ টি অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যাচ্ছি এবং আহত লোক ভর্তি করে অ্যাম্বুলেন্সগুলো ফিরে আসছি।

পৃথক ঘটনায় পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন : জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তারা জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

ফিলিস্তিনি ঐ ক্যাম্পটিকে সন্ত্রাসী ঘাঁটি দাবি করে তারা বলছে, সন্ত্রাসীরা আস্তানা হিসাবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা নিষ্ক্রিয় থাকব না। জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে।

তারা বলেছে, আমরা শেষ নিঃশ্বাস ও বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। আমরা সমস্ত দল ও সামরিক গ্রুপগুলো একত্রিত হয়ে কাজ করব।

আরও পড়ুন : বিক্ষোভ দমাতে ৪৫ হাজার পুলিশ

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার ভোরে পশ্চিম তীরের জেনিনে জঙ্গি যোদ্ধাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তারা বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী একটি যৌথ অপারেশন সেন্টার আক্রমণ করেছে, যা জেনিন ব্রিগেডের যোদ্ধাদের কমান্ড সেন্টার হিসাবে কাজ করত।

প্রসঙ্গত, গত জুন মাসে ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে অভিযান চালানোর সময় কমপক্ষে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সে বারই প্রথম ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে চালানো ঐ অভিযানে আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করে।

আরও পড়ুন : মালিতে শান্তি মিশন বন্ধ

ঐ হামলায় ৭ জন ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন।

২০০৬ সালের পর ওই অঞ্চলে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময়ে জেনিন এবং উত্তর ফিলিস্তিনি অঞ্চলে সামরিক অভিযান বৃদ্ধি এবং ফিলিস্তিনিদের গ্রামে বসতি স্থাপনকারীদের হামলা আরও বেড়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মে, ঐতিহা...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

দেশ ছাড়ল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ব...

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

বড়াইগ্রামে পুকুর খননের দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খনন ও মহ...

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বা...

কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে কারিগরি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশ...

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা