আন্তর্জাতিক ডেস্ক:
দুবাই ও আবুধাবি সীমান্ত এলাকায় সংযুক্ত আরব আমিরাত আনুমানিক ৮০ ট্রিলিয়ন কিউবিক ফুটের একটি নতুন প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে।
০৩ ফেব্রুয়ারি সোমবার বিশাল মজুদের এ গ্যাসক্ষেত্র খুঁজে পাওয়ার ঘোষণা দেয় দেশটি। খবর:খালিজ টাইমস।
খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়, নতুন এ গ্যাসক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতকে প্রাকৃতিক গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে সহযোগিতা করবে। একইসঙ্গে সামনের বছরগুলোতে দেশটির গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে সাহায্য করবে এটি।
গত দশদিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি। আর শেষ মাসের মধ্যে তৃতীয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে আবুধাবি ৫৮ ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট গ্যাস মজুদ সমৃদ্ধ একটি গ্যাস ক্ষেত্র পাওয়ার কথা জানায়। বলা হচ্ছিল, এ গ্যাসক্ষেত্রটিতে মোট রিজার্ভের পরিমাণ ২৭৩ ট্রিলিয়ন কিউবিক ফুট।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম টুইটারে এক পোস্টে বলেন, আমার ভাই মোহাম্মদ বিন জায়েদ এবং আমি ঐতিহাসিক একটি বিষয়ের সাক্ষী হলাম। এটি হচ্ছে সম্প্রতি আবিষ্কৃত বিশাল মজুদের অন্যতম বৃহৎ একটি গ্যাসক্ষেত্র উন্নয়নে চুক্তি সই অনুষ্ঠান, যা অ্যাডনক এবং ডুসাপের মধ্যে হয়েছে। ক্ষেত্রটিতে প্রায় ৮০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুদ রয়েছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.