নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস শনাক্তকরণের কিট নিয়ে জরুরি প্রেস ব্রিফিং করবে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত ‘স্বাস্থ্য মিডিয়া সেল’।
আজ ২৭ এপ্রিল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
মিডিয়া সেলের সদস্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তকরণের কিট সংক্রান্ত বিষয় নিয়ে এ প্রেস ব্রিফিং করবেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ও মিডিয়া সেলের আহবায়ক মো. হাবিবুর রহমান খান।
সান নিউজ/সালি