আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেই ধারাবাহিকতায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবার ৩০ লাখ অতিক্রম করল।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৫ হাজার ৭২৪ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৯ হাজার ১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৯৩ হাজার ১৯৬ জন।
এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪১৫ জনের।
আক্রান্তের তালিকার দ্বিতীয়তে রয়েছে স্পেন। দেশটিতে মোট ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ১৯০ জন।
তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৩০ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.