স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে আবাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাটট্রিক।
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
হ্যাটট্রিকের দিনে দুটি গোলেও সহায়তা করেছেন সিআর সেভেন। এটি প্রো লিগের চলতি মৌসুমে তার তৃতীয় হ্যাটট্রিক। এতে প্রো লিগে ২৯ গোল নিয়ে তালিকার শীর্ষে আছে ৩৯ বছর বয়সী এই ফুটবলার।
মঙ্গলবার (২ এপ্রিল) প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সূচনা করেন রোনালদো।
আরও পড়ুন : হারের পথে বাংলাদেশ
এরপর ম্যাচের ২১তম মিনিটে তার চোখধাঁধানো ফ্রি-কিকে ব্যবধান বাড়ায় নাসের। পরে ৪২তম মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন সিআর সেভেন।
এ ছাড়া নাসরের হয়ে জোড়া গোলে করেন আব্দুল আজিজ সাউদ আল আলিওয়া। একবার করে লক্ষ্যভেদ করেন- সাদিও মানে, আব্দুল মাজিদ আল-সুলাইহিম ও আব্দুর রহমান গারিব।
আরও পড়ুন : অল্পতেই গুটিয়ে গেল টাইগাররা
এদিকে আল ওখদুদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সৌদি পো-লিগে শীর্ষস্থান মজবুত করেছে আল-হিলাল। দলের পক্ষে একটি করে গোল করেন সালেহ আল-সেহরি, ম্যালকম ও সালেম আল দাওসারি। এতে ২৬ ম্যাচে ৭৪ পয়েন্ট হিলালের। আর ৬২ পয়েন্ট নাসরের।
সান নিউজ/এমআর