সান নিউজ ডেস্ক: বায়তুল মোকাররম মসজিদে পবিত্র ঈদুল আজহায় জাতীয় পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী রোববার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
আরও পড়ুন : ইনকিউবেটরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এসব জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ওই দিন প্রথম জামাত সকাল ৭টা অনুষ্ঠিত হবে। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান।
দ্বিতীয় জামাত সকাল ৮টা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. আব্দুল হাদী।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মোহাম্মদ শহিদ উল্লাহ।
চতুর্থ জামাত সকাল ১০টা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।
পঞ্চম ও সর্বশেষ জামাত হবে বেলা পৌনে ১১টায়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. রুহুল আমিন।
এছাড়া, পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
সান নিউজ/এসআই