নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তাররোধে সারাদেশের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী নৌ, ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধের পর এবার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।
২৪ মার্চ মঙ্গলবার রাত ১২টার পর থেকে দেশের সব বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক একথা নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ থাকবে রাত থেকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।
সান নিউজ/সালি