নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন থানা থেকে অনেক পুলিশ সদস্য পালিয়ে গেছেন কিংবা গা ঢাকা দিয়েছেন। এরপর পুলিশ সদর দপ্তর থেকে তাদেরকে নোটিশ করে চাকরিতে ফেরার তাগিদ দেওয়ার পরেও তারা যোগদান করেননি বিশেষ করে যারা ঢাকায় কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ সকল কথা জানায়।
আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৭০টি মামলা
এ সময় অনুপস্থিত পুলিশ সদস্যদের নিয়ে তিনি বলেন, এখনও যারা এখনও অনুপস্থিত রয়েছেন, আপনারা জানেন আমাদের কিছু আইন এবং বিধির মধ্যে চলতে হয়। এদিকে চাকরিতে কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন বিধি অনুযায়ী যদি কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন তাহলে সরকারি চাকরি বিধি মেনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকার মোট ২২টি থানায় আংশিক বা পরিপূর্ণ ধ্বংস হয়েছে ও সব কিছু মিলিয়ে ২১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এখন আমরা চেষ্টা করছি অল্প সময়ে সংস্কার করে তা আগের পরিস্থিতি ফিরিয়ে আনার। আমরা সীমিত রিসোর্সের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি জনজীবনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            