নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকলি বনানীর ৩ রাস্তার মোড়ে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকচালক লিটন ভাওয়াল (৪৫) নামে ১ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন
নিহত ব্যক্তি, জামালপুর জেলার ইসলামপুরের বাসিন্দা।
এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
লিটনকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক মালিক মেহেদী হাসান (সবুজ) বলেন, শুক্রবার ভোরে বনানী কাকলি ৩ রাস্তা মোড় এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এর পরে আমরা খবর পেয়ে লিটনেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গণপিটুনিতে জাবির ছাত্রলীগ নেতা নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সান নিউজ/এমএইচ