নিজস্ব প্রতিবেদক : কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে
মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারা কোটা আন্দোলন করছে সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এভাবে কারও পরামর্শে বা নেতৃত্বে ভাঙচুর করে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তাহলে আমরা তাদের কাউকে ছাড় দেবো না।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধ্বংস করলেই, জনদুর্ভোগ সৃষ্টি করলেই, রক্ত ঝরালেই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশের স্বার্থে আমাদের কাজটি আইনশৃঙ্খলা বাহিনী করবেন। তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইনশৃঙ্খলা বাহিনী সেই কাজটা, দায়িত্বটা পালন করবে।
সান নিউজ/এমআর