নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ৫ দিনের সরকারি ছুটি শেষ হয়েছে গতকাল রোববার (১৪ এপ্রিল)। ছুটি শেষে আজ সোমবার খুলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। ঈদের ছুটি শুরু হয়েছিল গত বুধবার (১০ এপ্রিল)।
আরও পড়ুন : আর্মড গার্ড থাকলে এমন ঘটত না
দূর-দূরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাস, লঞ্চ ও রেলে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। ঈদের আগে একদিন ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ আগে ৭ ও ৮ এপ্রিলও ছুটি নিয়ে রাজধানী ছেড়েছিলেন।
এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি। অর্থাৎ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।
সানি নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            