মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারে অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) চরকেওয়ারের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিভিন্ন এলাকায় ১২’শ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করে সদর উপজেলা বিএনপি।
আরও পড়ুন: জুলাই ঘোষণা নিয়ে দলগুলোর ঐকমত
হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মতিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির হোসেন মিঝি, নিজাম মেম্বার, মনির হোসেন মাহমুদ, কালাচান গাজী, মো. সুমন ফকির, খোরশেদ বেপারী, বাসেদ বেপারী, নজরুল সরকার, নয়ন সরকার, সুরুজ মিয়া সরকার, আওলাদ সরকার, সায়েম সরকার, সবুজ সরকার, আজিজল সরকার, ফাইজুল সরকার, শামীম সরকার প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফয়সাল আহম্মেদ, মো. মিথুন ছৈয়াল, হেদায়াতুল ইসলাম ও সোহাগ মাদবর।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            