লাইফস্টাইল ডেস্ক: পরিপাটি ও পরিচ্ছন্ন ঘরে থাকতে কার না ভালো লাগে? তবে বৃষ্টির মৌসুমে ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। এমন পরিবেশ মোটেও সুখকর নয়।
আরও পড়ুন: রাতে দেরি করে খেলে যা হয়?
আপনি ঘর যতই গুছিয়ে রাখুন না কেন, পরিবেশ স্যাঁতস্যাঁতে হলে দমবদ্ধ ভাব সৃষ্টি হবে। তাই সবার আগে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করা জরুরি। বাড়ির স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে ও পরিচ্ছন্ন রাখতে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। তাহলেই আর সমস্যা থাকবে না।
জেনে নিন ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়-
জানালা-দরজা খুলে রাখুন: ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করার জন্য পর্যাপ্ত আলো-বাতাস দরকার। এতে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই চেষ্টা করুন ঘরের দরজা-জানালা খুলে রাখতে। বৃষ্টি হলে আবার দরজা ও জানালা বন্ধ রাখুন। প্রয়োজনে পর্দা সরিয়ে রাখতে পারেন। এতে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যাবে।
আরও পড়ুন: প্রাক্তনকে স্বপ্নে দেখা কিসের ইঙ্গিত?
ফ্যান চালিয়ে রাখুন: ঘরের পরিবেশ শুষ্ক রাখতে চাইলে ফ্যান চালিয়ে রাখতে পারেন। কারণ বৃষ্টির দিনগুলোতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফ্যান চালিয়ে রাখলে ঘরের আর্দ্রতা দূর হয়ে যায়। ঘরের আর্দ্রতা দূর করতে না পারলে স্যাঁতস্যাঁতে ভাব সহজে দূর হবে না।
শুকনো করে মুছুন: ঘর মোছার সময় খুব বেশি পানি ব্যবহার করবেন না। কারণ এমনিতেই ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে, তাতে আরও বেশি পানি দিয়ে মুছলে সহজে শুকাবে না। এ সময় ঘর শুকনো করে মুছুন। ঘর মোছার জন্য কাপড় ব্যবহার না করে স্পঞ্জ ব্যবহার করতে পারেন। এতে ঘর সহজে শুকনো রাখা সম্ভব হবে।
সান নিউজ/এমএ/এনজে