সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হ্যাঙ্গার ধস, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইডাহোর বোয়েস বিমানবন্দরের মাঠে একটি হ্যাঙ্গার ধসের ঘটনা ঘটেছে। অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন।

আরও পড়ুন: গাজায় নিহত ২৭ হাজার ছুঁই ছুঁই

বুধবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত ব্যবসার জন্য নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বোয়েস বিমানবন্দরে অবস্থিত ভেঙে পড়ে।

দমকল বিভাগ বলছেন, নিহত ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ৯ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঠিক কী কারণে ধসের ঘটনা ঘটেছে তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। জ্যাকসন জেট সেন্টারের পাশে এটি ঘটেছে, ব্যক্তিগত বিমান চার্টার ও রক্ষণাবেক্ষণ যেখানে করা হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯০

বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল এই ঘটনাটিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত ঐ স্থানে যারা ছিলেন তাদের সকলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ঠিকাদার প্রতিষ্ঠান বিগ ডি বিল্ডার্স জ্যাকসন জেট সেন্টারের জন্য ৩৯ হাজার বর্গফুটের হ্যাঙ্গার নির্মাণের কাজ পেয়েছিলেন। তবে এই দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মন্তব্য এখনও পাওয়া যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা