আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কেনিয়ার সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাসহ শীর্ষস্থানীয় ৯ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
আরও পড়ুন: ইরানে ইসরালি হামলা
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় ও এতে জেনারেল ওগোল্লাসহ ৯ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ২ সেনা বেঁচে গেছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানান, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। জেনারেলের মৃত্যুর সংবাদ আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন: ভারতের ভোট গ্রহণ শুরু
প্রসঙ্গত, ওগোল্লা ১৯৮৪ সালে কেনিয়া প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। এ সময় ডেপুটি মিলিটারি চিফ হওয়ার আগে ওগোল্লা কেনিয়ার বিমান বাহিনীর প্রধান ছিলেন। দেশটির প্রেসিডেন্ট গত বছর তাকে পদোন্নতি দিয়ে সেনা প্রধান করেন। সূত্র : আলজাজিরা, বিবিসি
সান নিউজ/এএ