ছবি-সংগৃহীত
পরিবেশ

ফের শৈত্যপ্রবাহ আসছে 

শৈত্যপ্রবাহের পঞ্চম দিন চলছে, শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তবে আগামী দু‘দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি। তখন তাপমাত্রা ফের কমে যেতে পারে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম সংবাদ মাধ্যমকে জানান, প্রধানত ৫ কারণে এই শৈত্যপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের উপরে রয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ঊর্ধ্ব আকাশ থেকে স্থলভাগমুখী শীতল বায়ুর প্রবাহ, বাতাসের তুলনামূলক বেশি গতি, জলীয়বাষ্পের স্বল্পতা, দিনের বেলায় মেঘলা আকাশ ও কুয়াশার প্রকোপ।

তিনি আরও জানান, শীতকালে এমনিতে রাত বড় আর দিন ছোট হয়। তাই দিনের বেলায় পৃথিবী তেমন একটা উষ্ঞ হতে পারে না। এ অবস্থার মধ্যে যখন উল্লিখিত কারণগুলো একত্রিত হয় তখন পরিবেশে শৈত্যপ্রবাহ অনিবার্য হয়ে পড়ে।

বিএমডির তথ্য অনুযায়ী, শৈত্যপ্রবাহ থাকলেও আগামী কয়েক দিনে এর তীব্রতা কমবে।

গত সোমবার ১১ টি জেলাসহ কয়েকটি বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।

জেলাগুলো হচ্ছে:
গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলা এবং সীতাকুণ্ড উপজেলাসহ গোটা রংপুর বিভাগ।

তবে দেশের অন্য কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের তীব্রতা ব্যাপক বলে জানা গেছে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ওঠানামা অব্যাহত করছে।

শুক্রবার ( ২৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ( ২৯ জানুয়ারি) তেঁতুলিয়া ও রাজারহাটে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি।
রোববার ( ৩০ জানুয়ারি) তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার তাপমাত্রা নেমে দাঁড়ায় ৬ ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

বিএমডি জানিয়েছে, দেশে পূর্বে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ছিল এই তেঁতুলিয়ায়।

উল্লেখ্য, ২০১৮ সালে ৮ জানুয়ারি ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল শ্রীমঙ্গলে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি।

সেদিন ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা নেমেছিল। বিএমডির আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ভারত উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকাজুড়ে বিস্তৃত। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি আরও বলেন, সারা দেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জানান, সেখানে দিনভর বইছে ঠান্ডা বাতাস। সোমবার কুড়িগ্রামের তাপমাত্রা সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রতিনিধি জানান, দিনাজপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে এটিই এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত...

কুরআন পোড়ানোর অভিযোগে পিতাপুত্র আটক

পবিত্র কুরআন শরিফ পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া রাড়ীব...

মনোনয়ন বঞ্চিত সমর্থকদের ষষ্ঠ বাংলাদেশ–চীন মৈত্রী সেতু ব্লকেড

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে ঢাকা–মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ ব...

মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজি...

পল্লবীর ঈদগাহ মাঠের উন্নয়ন নিয়ে সিদ্ধান্তহীনতা

রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণের প্রস্তাবকে ক...

একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে: তারেক রহমান

দেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে। সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে...

পুটিখালী কমিউনিটি ক্লিনিকের ভবন ভেঙে পড়ার আশঙ্কা

বাগেরহাটের মোরেলগঞ্জে দশ বছর ধরে পরিত্যক্ত পুটিখালী কমিউনিটি ক্লিনিকে চলছে কা...

কুষ্টিয়া-২ জামায়াত প্রার্থীর নেতৃত্বে গণ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আ...

মালচিং পদ্ধতিতে জাদু শসার চাষ, লাখপতি পারভেজ

বাগেরহাটের মোরেলগঞ্জে মালচিং পদ্ধতিতে এ প্যাটান মাচা মাধ্যমে শীতকালীন জাদু শস...

নোয়াখালীতে ঘরের দরজা ভেঙে তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা