নিজস্ব প্রতিবেদক: মেঘলা আবহাওয়ার মধ্যে আজ রাজধানী ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ১২ নম্বরে রয়েছে।
আরও পড়ুন: তাপপ্রবাহ প্রশমিত হতে পারে
শনিবার (১৮ মে) সকাল ৮টা ৫০ মিনিটে বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এ সময় ঢাকার স্কোর ছিল ৯৯। বাতাসের এ মান মাঝারি, গ্রহণযোগ্য বা সহনীয় বলে নির্দেশ করে।
তালিকায় আজ ২৬৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ২৪১ স্কোর নিয়ে দ্বিতীয় ইরাকের বাগদাদ ও ২০৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা।
এছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা, কেপালের কাঠমান্ডু ও পাকিস্তানের লাহোর ১৬৫, ১৬৩ ও ১৪১ স্কোর নিয়ে যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
আইকিউএয়ারের সূচকে ৫১-১০০ স্কোর হলে তাকে মাঝারি, গ্রহণযোগ্য বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১০১-১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, স্কোর ১৫১-২০০ এর মধ্যে স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।
২০১-৩০০ এর মধ্যে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। ৩০১’র বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
উল্লেখ্য, দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘ দিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এ শহরের বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়, বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            