ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে তিন চাকার বাহনে যানজট

রংপুর ব্যুরো: যেখানে-সেখানে গাড়ি পার্কিং, ফুটপাত দখল ও এলোমেলোভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের কারণে যেন তিন চাকায় থমকে গেছে রংপুর নগরী। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী।

আরও পড়ুন: বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে যাত্রীর ঢল

রংপুরের কাচারীবাজার ডিসি অফিসের পাশে রংপুর কর অফিস এবং সিভিল সার্জন অফিসের সামনে ফুটপাত দখল করে হকারদের স্থায়ী বাজারে পরিণত করা হয়েছে।

নগরীর টাউন হল, জেলা পরিষদ সুপার মার্কেট, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়, ধর্মসভা, কালীবাড়ি, শাপলা চত্ত্বর ও লালবাগ এলাকার বেশিরভাগ ফুটপাতেও একই অবস্থা। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। কিছু ব্যক্তি ফুটপাতে ওপরেই ছাউনি দিয়ে পণ্য ঝুলিয়ে রেখেছে।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন কাল

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রংপুর মহানগরে বৈধ-অবৈধ মিলে অর্ধ লক্ষ ব্যাটারিচালিত ইজিবাইক ও চার্জার রিক্সা চলাচল করছে।

সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ৮২৪০ টি ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে।

দুর্ঘটনাপ্রবণ ও বিপজ্জনক এসব হালকা যানবাহন চলাচলে রংপুর যানজটের নগরীতে পরিণত হয়েছে। অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসা করায় নগরী আরও অনিরাপদ হয়ে উঠেছে। যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।

রংপুর মহানগরের ফুটপাত দখলমুক্ত ও যানজটমুক্ত শহর করার দাবি সাধারণ মানুষের।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, রংপুরের ১৩ টি পয়েন্টে ট্রাফিক সিস্টেম বসিয়ে বাইরের তিন চাকার যানবাহন প্রবেশ বন্ধ করা হলে নগরী যানজটমুক্ত হবে।

নগরের ব্যাটারিচালিত ইজিবাইকের চালকগণ যাত্রী দেখলেই যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তোলেন। এছাড়া যাত্রীর জন্য রাস্তার বিভিন্ন পয়েন্টে এসব ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

থেমে থেমে চলা ব্যাটারিচালিত ইজিবাইকও চার্জার রিক্সার দীর্ঘ সারি হয়ে যানজটের সৃষ্টি করে। তিন চাকার যানবাহনের দীর্ঘ সারির কারণে পথচারীদের রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যেতেও বেশ কষ্টকর হয়। এর মধ্যে ফুটপাত দখল করে ব্যবসার কারণে মানুষ আরও অসহায় হয়ে পড়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা চতুর্থ

অটোমালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করে যানজট নিয়ন্ত্রণ করতে বাইরের অটো যেন প্রবেশ করতে না পারে, সে জন্য ইতিমধ্যে অনুমোদিত অটোগুলোতে নীল রং দিয়ে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, হকার ও যানজটমুক্ত নগর করতে সমন্বয় সভা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সিটি কর্পোরেশন হকারদের নিয়ন্ত্রণ করবে।

তিনি আরও বলেন, নগরের সিটি বাজার ও বাস টার্মিনাল এলাকায় পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। আগামীতে গুরুত্বপূর্ণ রাস্তায় আরও কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দেওয়া যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭ জন নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘ...

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

সর্বোচ্চ ৫টি সিমের বেশি ব্যাবহার করতে পারবে না গ্রাহক

মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অনিয়ম ও অপব্যবহা...

গণমাধ্যম ও ছায়ানটে হামলায় সরকারের যেকোনো অংশ ঘটতে দিয়েছে: নূরুল কবীর 

প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা–ভাঙচুর ও অগ্নিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা