মুন্সীগঞ্জে ১৭ হাজার হেক্টর জমির আলু বীজ পচে যাওয়ার আশঙ্কা
সারাদেশ

মুন্সীগঞ্জে ১৭ হাজার হেক্টর জমির আলু বীজ পচে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টানা ৩ দিনের বৃষ্টিপাতে মুন্সীগঞ্জে ১৭ হাজার হেক্টর আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত শনিবার রাত থেকে টানা বর্ষণে রোপিত আলু ক্ষেতে পানি জমে যাওয়ায় জেলার কৃষক ও কৃষি কর্মকর্তারা এ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

অগ্রহায়ণের মাঝামাঝি সময় থেকে এ জেলার বিভিন্ন উপজেলায় আলু রোপণ শুরু হয়েছে। এ বছর জেলায় আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় ৩৭ হাজার ৯০০ হেক্টর জমিতে।

জেলায় গেল শনিবার দুপুর পর্যন্ত জেলায় ১৭ হাজারের বেশি জমিতে আলু বীজ রোপণ করা হয়। যেসকল ক্ষেতে আলুর চারা গজিয়েছে সেটির খুব ক্ষতি হবে না বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিমত। অর্থাৎ ১০ থেকে ১৫ দিন আগে লাগানো আলু পচবেনা। কিন্তু ৫ থেকে ৮ দিন ধরে যেসব ক্ষেতে আলু লাগানো বা রোপিত হয়েছে, সে গুলোর পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, কৃষক দাবী করছেন এবার আলু বীজের দাম একটু কম হলেও, সারের দাম অনেক বেশি ছিলো। তাদের বেশি দাম দিয়ে সার কিনতে হয়েছে। বৃষ্টি কমলে নতুন করে আলু চাষ করতে তাদের আবার অর্থের দরকার। তারা সরকারি সহায়তা দাবী করছেন।

সদরের চরকেওয়ার ইউনিয়নের কৃষক মনসুর মাদবর (৩৫) বলেন, আমি গত ১ সপ্তাহে ১২৬ শতাংশ জমিতে ডায়মন্ড আলু আবাদ করেছি। বৃষ্টিতে আমার আলু খেতে পানি জমে গেছে। আমার এ জমিতে আলু আবাদে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। গেল বছর আলুতে লাভও হয়নি। লাভের আশায় এবারও আলু আবাদ করি। আমরা সরকারি সহায়তা চাই।

গজারিয়া উপজেলার কৃষক জসিম প্রধান (৪০) বলেন, গত ১ সপ্তাহে দুইটি জমিতে আলু বীজ রোপণ করেছি। এখন কড়ি গজানোর সময় কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। জমি চকের মাঝখানে থাকায় পানি সরাতে পারছি না। আল্লাহ উপর ভরসা ছাড়া কিছুই করার নেই। এমনিতেই গত মৌসুমে আলু দাম পাওয়া যায়নি।

গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর জানান, উপজেলায় এ মৌসুমে ২ হাজার ৪৬৫ হেক্টর আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত ১৪ শত ১০ হেক্টর জমিতে আলু বীজ রোপণ করা হয়েছে। পানি জমলে আলু বীজ নষ্ট হয়ে যাবে। এ উপজেলাটি নদী বেষ্টিত হওয়ায় কিছু আলু জমিতে জোয়ারের পানি উঠার খবর পাওয়া গেছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, এ আলু মৌসুমে জেলায় ৩৭ হাজার ৯০০ হেক্টর জমিতে আলু বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বৃষ্টির আগ পর্যন্ত জেলায় ১৭ হাজার হেক্টর জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে। রোপিত আলু বীজের ১৭ হাজার হেক্টর জমির আলুই বিনষ্ট হওয়ার আশঙ্কা। এর মধ্যে বৃষ্টির জন্য ৫ হাজার হেক্টর আলু একেবারেই পচে যাওয়ার আশঙ্কা। বৃষ্টি থামলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে নিরূপণ করা যাবে।

সান নিউজ/এন/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা