সারাদেশ

সাতক্ষীরা উপকূলে ডুবেছে ঘরবাড়ি-মৎস্য ঘের

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার সর্ব উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির কয়েক জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা না গেলেও গত বছরের আম্ফানের ঘা শুকানোর আগেই ইয়াসের প্রভাবে ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বেশ কয়েক বছর।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার সকাল থেকে নদীর পানির উচ্চতা বাড়তে থাকে। রাতে নদীর পানির উচ্চতা ৩ থেকে ৬ ফুট বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ছাপিয়ে দুই উপজেলার বেশ কয়েকটি লোকালয়ে লোনা পানি প্রবেশ করে। এছাড়া বেশিরভাগ মৎস ঘের তলিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বড়পাতাখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০০ ফুট বেড়িবাধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এছাড়া দ্বীপ ইউনিয়ন গাবুরার ৩নং ওয়ার্ডে বেড়িবাধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার কৈখালী ইউনিয়নের দুর্গাবাটি, বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডে বেড়িবাধ ছাপিয়ে লোকালয়ে লোনা পানি প্রবেশ করেছে।

বর্তমানে শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন পানিবন্দী হয়ে আছে। এছাড়া ডুবে গেছে কয়েক হাজার মৎস্য ঘের। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও ঝড়ো বাতাসের সাথে সাথে নদীর পানি বেড়িবাধে আছড়ে পড়ে এক জায়গায় বেড়িবাধে ভাঙন হয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে সেখানে বাধ দেয়ার কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, আমার ইউনিয়নের বাসিন্দাদের আগে থেকেই নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। এছাড়া বেড়িবাধ উপচে কয়েকটি এলাকায় লোনা পানি ঢুকেছে। গাবুরার ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, গাবুরা ইউনিয়নে দুই জায়গায় বেড়িবাধে ভাঙন হয়ে লোকালয় তলিয়ে গেছে।

এছাড়া সব মৎস্য ঘের তলিয়ে গেছে। এখনই ক্ষয়-ক্ষতি নিরুপন করা যাচ্ছে না। তিনি আরো জানান, আমাদের বেড়িবাধের অবস্থা খুব ভালো না। পানির চাপ এভাবে থাকলে রাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শাহনাজ বেগম জানান, দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে আমরা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো পরিদর্শন করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন কম্পার্টমেন্ট-৩ এর ১০.৫ কিলোমিটার বেডড়িবাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। একটা প্যাকেজের কাজ শুরু হয়েছে।

এছাড়া যেখানে বেড়িবাধ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তাৎক্ষণিক সেখানে মেরামতের ব্যবস্থা করছি। এদিকে বুধবার সকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ওয়াপদার রাস্তা ও স্লুইস গেটসংলগ্ন এলাকায় এ ভাঙন সৃষ্টি হয়।

এলাকাবাসী জানমাল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে জোয়ারের পানি আটকানোর চেষ্টা অব্যাহত রেখেছে। গ্রামবাসী জানায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

বুধবার সকালে খাজরা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নম্বর পোল্ডার দক্ষিণ গদাইপুর, খাজরা বাজারসংলগ্ন রাজবংশীপাড়া ও পিরোজপুর হরিমর্দনের স্লুইস গেটসংলগ্ন বাঁধ পানির চাপে ভাঙন সৃষ্টি হয়। দক্ষিণ গদাইপুর ওয়াপদার রাস্তা উপচে লবণ পানি পার্শ্ববর্তী মাছের ঘেরে প্রবেশ করে।

এছাড়াও খাজরা রাজবংশীপাড়ার ওয়াপদার রাস্তার বেশ কিছু অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সেখানে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে। বেড়িবাঁধের পাশে বসবাসরত বাসিন্দরা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে।

এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান ডালিম জানান, খবর পাওয়া মাত্রই ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলীর নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ও পিরোজপুর স্লুইস গেটসংলগ্ন রাস্তার বাঁধ আটকানোর চেষ্টা অব্যহত রেখেছি। সেখানে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা প্রয়োজন। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের আশাশুনি এসও রাব্বি জানান, ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত পরিদর্শন করে বাঁধ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা