সারাদেশ

নদীর বুকে ধানসহ বিভিন্ন ফসলের চাষ

টি.আই সানি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা দিয়ে বয়ে গেছে কয়েকটি নদী, আর সেই সব নদী এখন ফসলের মাঠ, নদীর বুকে বোরো আবাদ দেখে বোঝার উপায় নেই এটি কখনও কোনো নদী ছিল। ধীরে ধীরে ভরাট হওয়া এসব নদ-নদীর বুকে কৃষকরা অবাধে ধান চাষ করছেন। কালের বির্বতনে ও নদী সংস্কারের অভাবে শ্রীপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত নদীর বুকে বিভিন্ন স্থানে চলছে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ। এতে প্রবাহের গতিপথের প্রস্থ কমে গেছে বিভিন্ন জায়গায়। অথচ এসব নদ-নদী দখলমুক্ত করে নাব্যতা রক্ষার কোনো দায়িত্বই পালন করেনি পানি উন্নয়ন বোর্ড।

শ্রীপুর উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ধাত্রী নদী, মাটি কাটা নদী, সুতিয়া নদী, শীতলক্ষ্যা নদীসহ ছোট-বড় অনেক নদ-নদী। প্রায় ৬০০ কিলোমিটার দৈর্ঘ্যের এসব নদ-নদীর বুকজুড়ে ফসলের খুব ভালো ফলন হলেও সময়মতো পানি না পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা ঠিকমতো অন্যান্য আবাদি জমিতে চাষাবাদ করতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে এসব নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বন্যা দেখা দেয়।

কাওরাইদ ও বরমী ইউনিয়ন থেকে সাড়ে ৪১ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর উৎপত্তি। ৪০ মিটার প্রস্থ ও আড়াই মিটার গভীরতার নদীটি পরিণত হয়েছে আবাদি জমিতে।

কাওরাইদ ও বরমী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, নদীর বুকজুড়ে বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের আবাদ। এলাকাবাসী জানায়, নদীটি ভরাট হওয়ায় মানুষ দখল করে ধানসহ বিভিন্ন ফসল আবাদ করছে।

এ ব্যাপারে বালীয়াপাড়া গ্রামের আলী হোসেন বলেন, ২৫ বছর আগেও নদীর বুকে চলাচল করত বড় বড় পালতোলা নৌকা। নদীতে মাছ ধরে জেলেরা জীবিকা চালাত। এখন সেই নদীতে করা হচ্ছে ধানের আবাদ! তিনি আরো বলেন, খননের অভাবে বছরের পর বছর পলি জমে নাব্যতা হারিয়েছে নদীটি। সেই নদীর বুক দখল করে অনেকেই করছে বোরো আবাদ। চাষাবাদের কারণে দিন দিন আরো ভরাট হয়ে নদীটি সমতলভূমিতে পরিণত হচ্ছে।

একই গ্রামের আমিনুর রহমান বলেন, 'পাঁচ-ছয় বছর ধরে নদীর পাড়ের মাটি ধসে নদী ভরাট হলেও দেখার কেউ নেই। ভরাট হওয়ায় পানি ধারণক্ষমতা হারিয়েছে নদী। এ কারণে শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না কৃষক। অন্যদিকে বর্ষায় সামান্য বৃষ্টিতেই বন্যা দেখা দেয়।'

একই অবস্থা বরমী ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর। নদীর গতিপথ ঢেকে আছে সবুজ বোরো আবাদে। সেখানেও নদীর পাড়ের মাটি ঢলে ভরাট হওয়ায় ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করছে সাধারণ মানুষ। এতে সেখানকার জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকার উৎস বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে বরমী এলাকার সুধেন চন্দ্র দাশ বলেন, 'দেশ স্বাধীনের আগেও এ নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছি। গ্রামে নদী পারাপারের ঘাট ছিল। সেখানে দূর-দূরান্তের নৌকা এসে ভিড়তো। আমরা জেলেরা ওই নদীতে মাছ ধরে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছি। কিন্তু নদীর সেই পানিও নেই, আমাদের সুখের জীবনও নেই।'

একই এলাকার বলরাম রায় বলেন, 'স্বাধীনতার পরও নদীর পানিতে চলতো বড় বড় নৌকা। এখন নাব্যতা হারানো নদীর বুকে চলছে চাষাবাদ। বরমী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। 'নাব্যতা হারানো ওই নদীর বুকে চলছে বিভিন্ন ফসলের আবাদ। নদীর অস্থিত্ব হারানোর কারণে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। ভরাট হয়ে পানি ধারণক্ষমতা হারানোর কারণে বর্ষায় সামান্য বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি না থাকায় কৃষকরা পড়ছে সেচ অসুবিধায়। জেলে সম্প্রদায় হারিয়েছে মাছ ধরার পেশা। ঘাটতি পড়েছে মৎস্য সম্পদে।'

গাজীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলীর কর্মকর্তা নদ-নদীর অস্তিত্ব রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নিয়েছে কি না এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। সব কথা এড়িয়ে চলে যান তিনি।

সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা