ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

আজ বুধবার (২৩ মার্চ, ২০২২) ৯ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ। ১৯ শাবান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:

১৩৫১- ফিরোজ শাহ তুঘলকের দিল্লীর সিংহাসনে আরোহন।
১৬৫২-হল্যান্ডের নৌ বাহিনীর উপর প্রচন্ড হামলা শুরু করে।
১৭৫৭- রবার্ট ক্লাইভের চন্দননগর দখল।
১৭৯৩- চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৮০১- রাশিয়ার জার প্রথম পল নিহত।
১৯১৭- ভাইসরয় লর্ড চেমস ফোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা।
১৯১৮- জামার্ন বাহিনী তাদের নব নির্মিত কামানের সাহায্যে প্যারিসের উপর গোলাবর্ষণ করে।
১৯১৮- লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২০- গভর্নর জেনারেল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন।
১৯৩৩-এ্যাডলফ হিটলার জার্মানীর একনায়ক হন।
১৯৪০-ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন।
১৯৫৬- পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়।
১৯৭৬-নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত (মানবাধিকার) আন্তর্জাতিক চুক্তি কার্যকর।
১৯৯৮- রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক আকস্মিকভাবে তার মন্ত্রিসভা বরখাস্ত।

জন্মদিন:

১৮৯২- সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি (জন্ম: ১৫ অক্টোবর ১৮৯২ – মৃত্যু: ২৮ ফেব্রুয়ারি ১৯৭০) বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ও ইংরেজি সাহিত্য গবেষক। তার জন্ম বীরভূম জেলার কুশমোরে। পিতা মধুসূদন বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশিষ্ট সাহিত্য সমালোচক। ১৯০৬ সালে এন্ট্রান্স পাশ করে ১৯০৮ সালে হেতমপুর কলেজ থেকে এফ.এ. পরীক্ষায় চতুর্দশ স্থান অধিকার করেন ও স্কটিশ চার্চ কলেজ থেকে ঈশান স্কলার হয়ে বি.এ. এবং ১৯১২ সালে এম.এ. পরীক্ষাতেও ইংরেজিতে প্রথম শ্রেণিতে প্রথম হন। ১৯২৭ সালে রোমান্টিক থিওরি ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ থিসিসের ভিত্তিতে পিএইচডি উপাধি অর্জন করেন। কর্মজীবনে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন রিপন কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এরপর কিছুকাল রাজশাহী কলেজে অধ্যাপনা করার পর পুনরায় কলকাতার প্রেসিডেন্সি কলেজে ফিরে আসেন। এরপর সরকারি চাকুরি ত্যাগ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক নিযুক্ত হন ও ১৯৫৫ সাল অবধি ওই পদে বহাল থাকেন। স্বাধীন ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতেও অংশ নিয়েছিলেন ও পশ্চিমবঙ্গের ব্যবস্থাপক সভার সদস্য হয়েছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে ইংরেজি সাহিত্যের ইতিহাস, বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, বাঙ্গালা সাহিত্যের কথা,সাহিত্য ও সংস্কৃতির তীর্থসঙ্গমে’ প্রভৃতি উল্লেখযোগ্য।

আরও পড়ুন: শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলির মৃত্যু

১৯০০ -জার্মান মনোবিজ্ঞানী এরিখ ফ্রোমের জন্মগ্রহণ করেন।
১৯১০- জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসোওয়ার জন্মগ্রহণ করেন।
১৯০৭-নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট জন্মগ্রহণ করেন।
১৯১০- জাপানী চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া জন্মগ্রহণ করেন ।
১৯২২ – ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার উগো টোগনাযি জন্মগ্রহণ করেন ।
১৯৩১- রাশিয়ান দাবাড়ু ও লেখক ভিক্টর কোরচনোই জন্মগ্রহণ করেন ।
১৯৪২- অস্ট্রিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল হানেকে জন্মগ্রহণ করেন ।
১৯৫৬-পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৫ তম প্রধানমন্ত্রী হোসে ম্যানুয়েল বারোসো জন্মগ্রহণ করেন ।
১৯৬৮- ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ফার্নান্দো রুইজ হিয়েরো জন্মগ্রহণ করেন ।
১৯৭৩- পোলিশ ফুটবলার জেরযয় ডুডেক জন্মগ্রহণ করেন।
১৯৭৬ -ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি জন্মগ্রহণ করেন ।
১৯৭৮- আর্জেন্টিনার ফুটবল ওয়াল্টার স্যামুয়েল জন্মগ্রহণ করেন।

মৃত্যুবার্ষিকী:

১৮০১-রাশিয়ার জার প্রথম পল নিহত হন।
১৮৪২- ফরাসী ঔপন্যাসিক স্তাঁদালের মৃত্যু।
১৯৪৮- বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধক বড়ুয়ার মৃত্যু।
১৯১০-নাডার, ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক মৃত্যুবরণ করেন ।
১৯৩১-ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী শহীদ মৃত্যুবরণ করেন ।
১৯৩৫-ফ্লোরেন্স মুর, আমেরিকান অভিনেত্রী মৃত্যুবরণ করেন ।
১৯৪৮-বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধক বড়ুয়া মৃত্যুবরণ করেন
১৯৫৩-ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী রাউল ডুফয় মৃত্যুবরণ করেন ।
১৯৯২- নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ফ্রিডরিশ ফন হায়ক মৃত্যুবরণ করেন ।
১৯৯৫-কবি শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু মৃত্যুবরণ করেন ।
২০০৭-আমেরিকান গণিতবিদ ও তাত্ত্বিক পল জোসেফ কোহেন মৃত্যুবরণ করেন ।
২০১১- ইংল্যাণ্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী এলিজাবেথ টেলর মৃত্যুবরণ করেন ।
২০১২- সোমালিয়ার রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট আব্দুলাহি ইউসুফ আহমেদ মৃত্যুবরণ করেন ।
২০১৪- স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী অ্যাডলফ সুয়ারেজ মৃত্যুবরণ করেন ।
২০১৫ -আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ মৃত্যুবরণ করেন ৷

আরও পড়ুন: বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

দিবস:

আজ বিশ্ব আবহাওয়া দিবস।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধ...

২১ বছর পর পৃথিবীতে সৌরঝড়ের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক: ২১ বছর পর পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় আঘাত...

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অপসারণের দাবি

নিজস্ব প্রতিনিধি: নিজের পিএইচডি নিয়ে জালিয়াতিসহ নানা দুর্নী...

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অপসারণের দাবি

নিজস্ব প্রতিনিধি: নিজের পিএইচডি নিয়ে জালিয়াতিসহ নানা দুর্নী...

বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিলো সৌদি 

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্...

এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদ...

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা