রান করা-বড় ইনিংস খেলা আমার দায়িত্ব- লিটন কুমার দাস।
খেলা

রান করা-বড় ইনিংস খেলা আমার দায়িত্ব

স্পোর্টস ডেস্ক: লিটন দাসের ফর্ম নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, তার ওপর পূর্ণ আস্থা রয়েছে দলের। এই ডান-হাতি ওপেনার প্রমাণ দিতে সময় নেননি। প্রথম ম্যাচের ব্যর্থতা পুষিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেকে মেলে ধরেন।

আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশকে প্রথম তিনশোর্ধ্ব সংগ্রহ এনে দিলেন। তার ১২৬ বলে ১৩৬ রানের ইনিংসে ১৬ চার ও দুই ছয়।

মুশফিক অবশ্য সেঞ্চুরি করতে পারেননি। তৃতীয় উইকেটে লিটন ও মুশফিকের রেকর্ডগড়া জুটিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের রান ৫০ ওভারে চার উইকেটে ৩০৬। ম্যাচে লিটন দাসের লক্ষ্য ছিল ৩৫ ওভার পর্যন্ত ব্যাটিং করা। তাতেই তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘ওপেনার হিসাবে আমার দায়িত্ব হলো রান করা, বড় ইনিংস খেলা। আমার প্রথম লক্ষ্য থাকে ৩৫ ওভার পর্যন্ত ব্যাটিং করা। বিশ্বাস করি, বিশ্বের যেকোনো দলের বিপক্ষে ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে অন্তত ৮০ রান করতে পারব। সেভাবেই এগিয়েছি। যখন ৪০ ওভার পার করলাম, তখন আমরা চিন্তা করলাম রানটা যতটা এগিয়ে নেওয়া যায়।’

তিনি বলেন, ‘জুটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি তাদের হাতে কী ধরনের স্পিনার আছে। আমি ও মুশফিক ভাই চিন্তা করেছি যতক্ষণ খেলা যায়। তাহলে পরে যারা আছে, তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। পরের ব্যাটাররা বেশি সুযোগ না পেলেও আমাদের পরিকল্পনায় সফল হয়েছি।’

আরও পড়ুন: নতুন সিইসি হাবিবুল আউয়াল

এক প্রশ্নের জবাবে এই ওপেনার বলেন, ‘আমরাও তো ম্যাচ খেলে উন্নতি করছি। এখন তো আমরা যারা খেলছি তারা পাঁচ বছর ধরে খেলছি। অফিফরা ২-৩ বছর ধরে খেলছে। অভিজ্ঞতা নিয়ে আমরা সেভাবে চিন্তা করি না। শুধু ম্যাচে কীভাবে ব্যাটিং করব সেই পরিকল্পনা সাজানোই আসল।’

আরও পড়ুন: পুলিশ এখন জনবান্ধব

লিটন কুমারের ব্যাটিং প্রতিভা নিয়ে সন্দেহ নেই। নিজের অবস্থা লিটনও বুঝতে পারেন এখন। তিনি বলেন, একটা জিনিস ভেবেছি যে, আমার উইকেটের মূল্য আছে। তো নিজের মূল্যটা দিচ্ছি। আশা করি, সামনেও দিতে পারব।’

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মে, ঐতিহা...

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচ...

আ’লীগ সংবিধানের বাইরে যাবে না

নিজস্ব প্রতিবেদক : যতই বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের...

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

বড়াইগ্রামে পুকুর খননের দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খনন ও মহ...

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বা...

কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে কারিগরি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা