সারাদেশ

ফরিদপুর কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর বর্ধিত পৌর এলাকা গুহলক্ষ্মিপুর ১৭নং ওয়ার্ডের কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে। গত চারদিন যাবত শহরের অম্বিকাপুর কবি জসিমউদ্দিনের বাড়ী থেকে চুনাঘাটা পর্যন্ত সড়কের গুহলক্ষ্মিপুর এলাকায় কুমার নদের বেড়ি বাঁধের ৩শ মিটার অংশ ডেবে যাওয়া শুরু করে। স্থানীয় জনগণ ভাঙ্গনের দুই পাশে সর্তকতামূলক লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।

সোমবার সকালে ডেবে যাওয়া অংশ আরো ধসে গেছে। ফলে ওই সড়ক দিয়ে মাঝারি যানচলাচল বন্ধ হয়ে গেছে, রিক্সা-ভ্যান, মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলছে। এছাড়াও ধসে যাওয়া এলাকার বসবাসকারিও হুমকির মুখে রয়েছে। বাঁধের পাশেই কিছু ঘরবাড়ি আছে তারা কোথাও যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই ওই স্থানে থাকছেন।

এলাকাবাসির অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কুমার নদটি পুন:খননের পর থেকেই ঝুঁকির মধ্যে পড়ে বাঁধটি। এই বাঁধের উপর দিয়ে প্রতিদিন মানুষজন যাতায়াত করে। সম্প্রতি নদের পানি কমতে শুরু করার পরে সড়কে বিভিন্ন স্থানে ডেবে যেতে শুরু করে। সোমবার পর্যন্ত অনেকটাই দেবে গিয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতি মুখে পড়বে বসতবাড়ি। বন্ধ হয়ে যাবে চলাচলের এই সড়কটি।

এলাকার বাসিন্দা সজিব সিংহ জানান, এখানে প্রতিদিনই একটু একটু করে দেবে যাচ্ছে। প্রথম দিন ফাটল দেখা গেছে, দ্বিতীয় দিন ২/৩ ইঞ্চি দেবে গেছে এখন প্রায় দুই ফুট পর্যন্ত দেবে গেছে। এখন পর্যন্ত এটি সংস্কারের কোনো ব্যবস্থা নেয়নি কোনো কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নিলে ক্ষতির পরিমান কম হবে।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ধসে যাওয়া অংশটি আমরা পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের জন্য উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি বলেন, সড়কটি কারপেটিং এর কাজ করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে গৃহবধুর আত্মহত্যা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

সাতক্ষীরায় বইছে প্রচন্ড দমকা হাওয়া

মো. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা: ব্...

আয়মানের সাথে আমার সম্পর্ক নেই

বিনোদন ডেস্ক: বর্তমানের সময় ছোট প...

স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিহত ১

নিনা আফরিন, পটুয়াখালী: ফুফু ও বোনকে আশ্রয়কেন্দ্রে আনতে গিয়ে...

মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের...

গাছচাপা পড়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র বাতা...

বিপাশার নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক: বিপাশা বসু অভিনেত্র...

শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণ, গ্রেফতার ৩ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে...

মস্তিষ্কের ক্ষতি করে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক: খাবারের প্রভাব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা