আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে মালবোঝাই জাহাজ ডুবে যাওয়ার শঙ্কায় ১৪ চীনা নাগরিক ও ৮ জন বাংলাদেশি নাবিক।
বুধবার ( ১৩ জানুয়ারি) সকালে রাশিয়ার পেশাদার মার্চেন্ট মেরিন নেভিগেটর মিখাইল ভয়েটেনকো জাহাজ বিপদে পড়ার সংবাদ পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব-পশ্চিমের প্রশান্ত মহাসাগরীয় এলাকার জাপান জলসীমায় জাহাজটি বিপদে পড়ে।
জাপানের স্থানীয় সময় ভোর পৌনে ৪টার দিকে নাবিকেরা সাহায্য চেয়ে সংকেত পাঠান। মিখাইল এই খবর দেয়ার পর নাবিকদের সর্বশেষ অবস্থা জানতে দূতাবাসসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তথ্য পাওয়া যায়নি। কিছু তথ্য পাওয়া গেছে রয়টার্সের জাপানিজ সংস্করণে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ৮ জনসহ ২২ নাবিক একটি লাইফবোটে জাহাজ থেকে নেমে পড়েছেন। জাপানিজ কোস্ট গার্ডের একটি দল দুর্ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। জাপানি ভাষায় লেখা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি কাঠ নিয়ে চীন থেকে পাপুয়া নিউগিনির দিকে যাচ্ছিল।
কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। পানামায় নিবন্ধিত জাহাজটি ১৯৮৪ সালে তৈরি হয়।
সান নিউজ/এসএ
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.