নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে ভর্তি শুরুর প্রথম ৪ দিনেই ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।
মঙ্গলবার (৫ মে) ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ এ তথ্য জানিয়েছেন।
রিয়াজ জানান, গত শনিবার (২ মে) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর আজ মঙ্গলবার পর্যন্ত এই ইউনিটে ভর্তি হওয়াদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার পর চার জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
তিনি আরও জানান, এই চার দিনে করোনা উপসর্গ নিয়ে মোট ৩০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
মোহাম্মদ রিয়াজ বলেন, নিয়ম অনুযায়ী ২৬টি মরদেহ দাফনের জন্য মরদেহ হস্তান্তর করেছে মেডিকেল কর্তৃপক্ষ।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.