ক্রীড়া প্রতিবেদক:
এবার প্রিমিয়ার লিগে ৪ টি দল তাদের কোনও ক্রিকেটারদের অগ্রিম পেমেন্ট করে নি। এমন কি খেলা চলাকালিনও কোনও টাকা দেয় নি তারা। অথচ বাইলজে ক্রিকেটারদের ২৫ থেকে ৩০ ভাগ পেমেন্ট অগ্রিম করে দেয়ার কথা বলা আছে।
ক্লাবগুলো হলো তালিকায় ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল, ওল্ডডিওএইচএস আর শাইনপুকুরের মত নামি দলও আছে। তারা এক টাকাও পেমেন্ট করেনি ক্রিকেটারদের।
এদিকে ক্লাবগুলোর এমন আচরণে যেমন ক্রিকেটাররা অর্থকষ্টে ভুগছেন। একইসাথে প্রিমিয়ার লিগের আয়োজক-ব্যবস্থাপক সংগঠন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনামও যারপরনাই হতাশ।
এ খবর শুনে ২ মে শনিবার রাতে কাজী ইনাম আহমেদ হতাশার পাশাপাশি বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, "সিসিডিএম থেকে তো আগেই বলে দেয়া হয়েছিল, দলবদলের সময়ই অন্তত একটা পার্ট পেমেন্ট করে দিতে হবে। ৫০ ভাগ অগ্রিম দেয়া সম্ভব না হলেও অন্তত ২৫ থেকে ৩০ ভাগ পারিশ্রমিক অগ্রিম দেয়ার কথা বিশেষভাবে বলা হয়েছে। সেখানে চারটি ক্লাব যদি একদমই অগ্রিম পেমেন্ট না করে থাকে, সেটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত।
ক্রিকেটারদের পাওনা্ নিয়ে তিনি বলেন, আমি ওই চার ক্লাবের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি ভালো করে জানবো। কারণ এটা অবশ্যই আইনের বরখেলাপ। পরিষ্কার বলা আছে, লিগ শুরুর আগে অন্তত চার থেকে তিন ভাগের একভাগ অগ্রিম পেমেন্ট করে দিতে হবে।
সেখানে কিছুই অর্থ দেয়া হবে না, ক্রিকেটারদের এটা নেহায়েত মোটেই কাম্য নয়। প্রত্যাশিতও নয়। আমরা চাইবো ক্রিকেটাররা যাতে তাদের পাওনা বুঝে পায়। তবে সেটা একটা নিয়মের মধ্য দিয়েই করতে হবে।
ক্লাবগুলোর সাথে কথা বলার পর বোর্ডকে জানাবো এবং বিসিবির প্রধান নির্বাহীর সাথে কথা বলে ওই ক্লাবগুলোকে ক্রিকেটারদের পাওনা পরিশোধের কথা জানিয়ে চিঠি দিব।"
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.