স্পোর্টস ডেস্ক:
গত ১৫ বছরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে বাছাই করেই সর্বকালের সেরা একাদশ সাজিয়েছে ফিলিপাইনের ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টস থ্রি সিক্সটি। পারফরম্যান্সের সাথে জনপ্রিয়তার ভিত্তিতে সাজানো সেই সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
ফিলিপাইনের এ সংবাদ মাধ্যমটির টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। এদিকে সুরেশ রায়না, মারলন স্যামুয়েলস, শেন ওয়াটসন ও ডুয়েন ব্রাভোদের পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান।
সর্বকালের সেরা একাদশের বাকিরা হলেন- অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জেপি ডুমিনি, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল ও লাসিথ মালিঙ্গা।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.