সাভার প্রতিনিধি
ঢাকার আশুলিয়ার গোকুলনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি গেরাও করে রেখেছে পুলিশ।
১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যার পর বাড়িটি ঘেরাও করা হয়। পুলিশ ও ডিবি পুলিশের একাধিক সদস্য এ অভিযান পরিচালনা করছেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে আমরা বাড়িটি ঘিরে রেখেছি। আমি ঘটনাস্থলে রয়েছি। অভিযান চলছে।’
স্থানীয়রা জানান, বাড়িটি সৌদি আরব প্রবাসী আক্তারের। তিনি কয়েকদিন আগে বাড়িটি ভাড়া দিয়েছেন।
পুলিশের একটি সূত্র জানায়, এই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা এ বাড়িটি ঘেরাও করেছি।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.