সান নিউজ ডেস্ক :
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ২০ লাখের কাছাকাছি। শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ১০ হাজার। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় এক লাখ ২০ হাজার জনের। আর আশার কথা, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে চার লাখ।
এমন বাস্তবতায় করোনা নিয়ে আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব জুড়ে করোনার প্রকোপ এখন আয়ত্তের মধ্যে বলছে সংস্থাটি।
কীভাবে বিভিন্ন দেশ ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনের দিকে এগোবে তার গাইড লাইন স্থির করে দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থার প্রধান জানিয়েছেন, বিশ্ব জুড়ে করোনার প্রকোপ এখন আয়ত্তের মধ্যে। করোনার সঙ্গে লড়াইয়ের একটি কাঠামো তৈরি হয়ে গিয়েছে। টেস্ট হচ্ছে। রোগীদের আইসোলেশনে রেখে সুস্থ করাও সম্ভব হচ্ছে। আরও একটি জরুরি কথা বলা হয়েছে। পৃথিবীর মানুষ করোনার সঙ্গে লড়াইয়ের জন্য নতুন জীবনযাপনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছে।
এদিকে, করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করছে কিছু দেশ।
করোনার প্রথম সংক্রমন দেখা যায় চীনের উহান প্রদেশ থেকে। সেই উহান শহর এখন পুরোপুরি স্বাভাবিক। শহরটি থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। সেখানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরেছে।
অস্ট্রিয়া, ডেনমার্ক, পোল্যান্ড ও চেক রিপাবলিক লকডাউন অনেকটাই শিথিল করেছে। ইতালি ও স্পেনও সেই পথে হাঁটছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.