ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ২৫ হাজার ৬১৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮০২ জনের।
নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৮৮ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯ লাখ ৮৬ হাজারের বেশি।
রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪ হাজার ৪১৯ জন। করোনা সংক্রমণ হওয়ার পর থেকে একদিনে যে কোন দেশের চেয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে কোন একক দেশ একদিনে এত মৃত্যু দেখেনি। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ১ হাজার ২২৯ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৯৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪৮ হাজার ৮৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৪ হাজার ৩৫২ জন।
স্পেনে গত নতুন করে মারা গেছে ৪৫৩ জন। আগের দিন ছিলো ৩০১ জন। মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ২৭৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন।
ইতালিতে নতুন করে মারা গেছে ৩২৩ জন। এ পর্যন্ত মারা গেছে ২৭ হাজার ৬৮২ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩ হাজারেরও বেশি।
গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ১৭০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০১ জনে। আক্রান্ত ৪৭ হাজারেরও বেশি।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.