নিউজ ডেস্ক:
পরিবারের কারও করোনা হয়েছে বলে সন্দেহ হলে ঘরে কীভাবে তাদের খেয়াল রাখবেন পরিচর্যাকারী হিসেবে, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দেখতে হবে আক্রান্ত ব্যক্তি যাতে যথেষ্ট বিশ্রাম পান, পুষ্টিকর খাবার খান, প্রচুর পানি আর তরল পান করেন।
একই ঘরে যখন সেবা কাজে থাকবেন, তখন মেডিকেল মাস্ক দু'জনেই পরবেন। হাত দিয়ে মাস্ক ধরবেন না। মুখে হাত দেবেন না। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুড়িতে।
বারবার হাত ধোবেন সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে। অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে, খাবার খেতে বসার আগে ও টয়লেট ব্যবহারের পর।
অসুস্থ মানুষের জন্য আলাদা বাসনপত্র, তোয়ালে, বিছানার চাদর—এসব জিনিস সাবান দিয়ে ধুতে হবে। অসুস্থ ব্যক্তি যা যা হাত দিয়ে স্পর্শ করবেন, সেগুলো বারবার জীবাণু শোধন করবেন।
অসুস্থ ব্যক্তির অবস্থা শোচনীয় হলে বা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্য সেবাকেন্দ্রে ফোন করবেন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.