আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দীন আহমেদ তাইজুলকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ ।বৃহস্পতিবার বিকেল চারটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পর তাকে আটক করা হয়। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সান নিউজকে জানান, তাজউদ্দীন আহমেদ তাইজুলের নামে বিভিন্ন ধারায় ১৬ টি মামলা রয়েছে এবং সবকটিতেই ওয়ারেন্টভুক্ত আসামী , তাকে গ্রেফতার করা হয়েছে । এদিকে, তাইজুলের আটকের খবর পেয়ে ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন থানায় যায়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.