নিজস্ব প্রতিবেদক :
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ফের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয়েছে।
২ মে শনিবার রাতে অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, বাবা গত দুদিন কেবিনে ছিলেন। অবস্থা অবনতির দিকে গেলে ফের বাবাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর তাকে সিসিইউতে রাখা হয়। দুদিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
এখন ফের সিসিইউতে রাখা হয়েছে।
এর আগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, স্যারের হার্ট ও কিডনিজনিত সমস্যা রয়েছে। রক্তে ইনফেকশন রয়েছে। একই সঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.