সান নিউজ ডেস্ক: আরও ভয়াবহ হয়ে উঠছে অস্ট্রেলিয়ার দাবানল। দু’মাসেরও বেশি সময় ধরে চলমান এ দাবানলে অস্ট্রেলিয়াজুড়ে অন্তত ১৮ জন মারা গেছেন।
দাবানলের হাত থেকে বাঁচতে এলাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার বিবিসি জানায়, দাবানলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন। আগুনে পুড়ে গেছে ১২শ’ বসতবাড়ি।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় এ সপ্তাহে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্য দু’টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলবর্তী এলাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। এ কারণে বৃহস্পতিবার রাজধানী সিডনিগামী সব মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসময় স্থানীয় পেট্রোল পাম্পগুলোতেও লম্বা লাইন লক্ষ করা গেছে।
এছাড়া, ভিক্টোরিয়া রাজ্যের দাবানল এলাকা ছাড়ছেন পর্যটকসহ অসংখ্য মানুষ। এতো বেশি সংখ্যক মানুষ একসঙ্গে এলাকা ছাড়ার ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে এ প্রথম।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মানুষকে আতঙ্কিত না হয়ে জরুরি বিভাগের কর্মীদের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.