সারাদেশ

অলস ফেরিতে চলছে ক্রিকেট খেলা 

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে মুন্সীগঞ্জের গজারিয়ায় উত্তাল মেঘনা নদীবক্ষে চালু হওয়া ফেরি পারাপারে সাড়া মিলেনি। যানবাহনের অভাবে ধুকছে ফেরি গুলো। ঘাটেই অলস বসে সময় কাটছে ফেরি স্বর্ণচাঁপা, সন্ধ্যা মালতি ও কর্ণফুলী। চালু হওয়ার পর গতকাল বুধবার পর্যন্ত সাত দিনে সবেমাত্র ১১ টি যানবাহন পারাপার হয়েছে ফেরিরত। অগত্যা অলস ফেরীতে ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা গেছে স্টাফদের। তাদের কাছে ফেরীর বুক যেনো এক ক্রিকেট গ্রাউন্ড। সাধারণ যাত্রীরা আগের মতোই ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকা করে নদী পাড়াপাড় হচ্ছে!

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

এদিকে, জেলার গজারিয়া উপজেলার কাজীপুরা ও নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ ঘাটের মেঘনাবক্ষে প্রথম বারের মতো ফেরি সার্ভিস চালু হয়েছিলো ২০১৮ সালের ২ জুন। যানবাহনের অভাবে ছয় মাস পর ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। প্রায় ৪ বছর পর দ্বিতীয় বারের মতো গেলো ৯ নভেম্বর ফেরী চালু হয়। এবারও ফেরি পারাপারে মিলছে না কাঙিখত যানবাহন। তবে যাত্রী সাধারণ রয়েছে উল্লেখ করার মতোই। কিন্ত শুধু মাত্র যাত্রী নিয়ে ফেরি ছাড়ছে না।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন গজারিয়ার সালাহউদ্দিন। তিনি জানান, তারা ৩ বন্ধু মোটর সাইকেলে করে গজারিয়া থেকে জেলা শহরে এসে থাকেন। এতে ট্রলারে করে উত্তাল মেঘনা পাড়ি দিতে হয়। সম্প্রতি ফেরি চালু হওয়ার পর ভেবেছিলেন ঘুচবে ট্রলারের ঝুকি। কিন্তু যানবাহনের অভাবে ফেরি না ছাড়ার কারনে অগত্যা ট্রলারেই পারাপার হচ্ছেন তিনি ও তার বন্ধুরা।

গজারিয়া উপজেলার কাজীপুরা গ্রামের ব্যবসায়ী আব্দুল গাফ্ফার বলেন, লোকসান দিয়ে হলেও যাত্রী পারাপারের জন্য ফেরি চালু রাখা দরকার। তিনি আরও বলেন, ফেরী চালু হওয় নিয়ে কোনো প্রচার-প্রচারনা নেই। এতে যানবাহনের চালকরা জানেন না ফেরি চালুর খবর।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিদেশিদের বিষয় নয়

ফেরি স্বর্ণচাঁপার মাষ্টার শাহীনুর ইসলাম জানান, ফেরি চালুর পর থেকে গতকাল পর্যন্ত ছোট আকারের ১১ টি যানবাহন পারাপার হয়েছে। তিনি বলেন, আমরা পারাপারে প্রস্তুত থাকলেও উল্লেখযোগ্য যানবাহন পাচ্ছি না। এ ঘাট হয়ে অসংখ্য যাত্রী রয়েছে পারাপারে। কিন্তু শুধু যাত্রী নিয়ে পারাপারের অনুমতি নেই আমাদের। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিলেই আমরা শুধুমাত্র যাত্রী নিয়ে পারাপার করবো।

বিআইডব্লিউটিসি গজারিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সিহাব হোসেন বলেন, যানবাহন স্বল্পতার কারনে ফেরি পারাপারে জ্বালানী খরচ উঠছে না। তবে এ সড়কের মেঘনায় ফেরি চালুর খবর অনেক যানবাহনের চালকরা জানেন না। তাছাড়া জেলা শহর থেকে ঘাটে প্রবেশের আগে যোগিনীঘাট এলাকার সড়ক প্রসস্ত না থাকায় যানবাহন চালকদের এ পথে আসার ক্ষেত্রে আগ্রহ কম রয়েছে।

মুন্সীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, এ সড়কের দু’পাশে পাশে অনেক স্থাপনা রয়েছে। এগুলো ভাঙ্গতে পারলে সড়কটি প্রসস্ত করা যেতো। এ মুহূর্তে আমাদের প্রয়োজনীয় অর্থ ও পরিকল্পনা নেই।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা বলেন, চরকিশোরগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকা পর্যন্ত যে রাস্তা রয়েছে- সেটি নারায়নগঞ্জ সড়ক ও জনপদের আওতাধীন। ওই সড়কটি তারা প্রসস্ত করেছে। এখন যোগিনীঘাট থেকে শহরের থানারপুল চত্বর পর্যন্ত রাস্তা প্রসস্তকরনের কাজ টুকু মুন্সীগঞ্জ পৌরসভার

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বাংলাদেশের বিশ্বকাপ ফটোসেশন

স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের...

কান উৎসবে নজর কাড়লেন ভাবনা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে...

ভোলায় এলজিইডি’র জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ 

ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা ও উপজে...

হামলাকারী ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল...

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দেশবিরো...

ডাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা