বাণিজ্য

চট্টগ্রাম বন্দর দিয়ে আসছে ভয়ঙ্কর মাদক ‘পপি বীজ’

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম ব্যূরো :
সরিষার নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আসছে মাদক তৈরীর কাচামাল পপি বীজ। গত ৩ জুন চট্টগ্রাম বন্দরে এমন একটি চালান আটকের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠান আজমাইন ট্রেড সেন্টারের স্বত্ত্বাধিকারী সৈয়দ রাজু আহমেদ পপি বীজের এই চালান আমদানি করেন।

এই ঘটনায় বিষয়টি নিয়ে ভাবছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ও চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, পপি বীজ মূলত ভয়ঙ্কর মাদকদ্রব্য অফিম তৈরীর কাচামাল হিসেবে ব্যবহৃত হয়।

আর ব্যবসায়ীরা বলছেন, সরিষা বীজ মূলত তেল উৎপাদনের কাচামাল হিসেবে ব্যবহার হয়। কিন্তু বাজারে সরিষার তেলের চাহিদা খুব বেশি নয়। শুধুমাত্র সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানই সরিষা বীজের প্রধান ভোক্তা। এছাড়া সরিষা বীজ সাধারণ মানুষের তেমন কোন কাজে আসে না।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ স¤পাদক মো. মহিউদ্দিন বলেন, বাজারে সরিষা বীজের খুব বেশি চাহিদা নেই। বর্তমানে বাজারে প্রতি মণ (৩৭.৩২ কেজি) সরিষা বীজ বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ টাকায়। এক বছর আগে তা ছিল ২ হাজার টাকা। চাহিদা না থাকায় সরিষা বীজের দামও কম। এরপরও সরিষা বীজের আমদানি হতবাক করার মতো।

চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, গত ২০১৯-২০২০ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ১২ আমদানিকারক ৫ হাজার ৮৯৪ টন সরিষা বীজ আমদানি করেন। চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পর্যন্ত ২৪ জন সরিষা বীজ আমদানি করেন ১৮ হাজার ৩৩২ টন। অর্থাৎ আগের অর্থ বছরের তুলনায় আমদানি বেড়েছে তিনগুণেরও বেশি।

আর এরমধ্যে সরিষা বীজের নামে মিথ্যা ঘোষণায় ঢাকার প্রতিষ্ঠান আজমাইন ট্রেড সেন্টার পপি বীজ আমদানি করায় বিষয়টি ভাবাচ্ছে কাস্টমস কর্মকর্তাদের। কর্মকর্তাদের মতে, সরিষা বীজ ঘোষণায় যেহেতু আমদানি নিষিদ্ধ পপি বীজ এসেছে, তাই অতীতে আসা চালানগুলোর মধ্যে যে পপি বীজ আসেনি, তা বলা মুশকিল। সাদৃশ্য থাকায় অনেক অসাধু আমদানিকারক সরিষা বীজ ঘোষণায় পপির বীজ নিয়ে আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম এ প্রসঙ্গে বলেন, সরকারি রাজস্ব সুরক্ষায় চট্টগ্রাম কাস্টমস সব সময় তৎপর রয়েছে। করোনার মধ্যেও আমরা ২৪ ঘণ্টা কাজ করছি। যেসব চালানে অনিয়ম পাওয়া যাচ্ছে, সেগুলোতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, কাস্টমসের অ্যাসাইকুডা সিস্টেমে চেক করে দেখা গেছে আজমাইন ট্রেড সেন্টারের নামে আগে কখনো পণ্য আমদানি হয়নি। আমদানি নথিতে তিনি যে ঠিকানা ব্যবহার করেছেন, সেটিও অস্তিত্বহীন। একইভাবে চালানটি খালাসে দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ এজেন্ট অখিল চন্দ্র মন্ডলের মালিকানাধীন হটলাইন কার্গো ইন্টারন্যাশনালেরও ঠিকানারও অস্তিত্ব পাওয়া যায়নি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির লাইসেন্স সাময়িক বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এছাড়া এ ঘটনায় গত ৩ জুন বন্দর থানায় আমদানিকারক সৈয়দ রাজু আহমেদ এবং সিএন্ডএফ এজেন্টের মালিক অখিল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা তাকমিম হাসান মামলা করেন। চালানটি আমদানির মাধ্যমে কোনো অর্থপাচার হয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে কাস্টমসের এন্টি মানি লন্ডারিং ইউনিট।

মানি লন্ডারিংয়ে ইউনিটের দায়িত্বরত উপ-কমিশনার মো সালাউদ্দিন রিজভী বলেন, চালানটি সবে মাত্র আটক হয়েছে। আমরা শিগগিরই এটি নিয়ে কাজ শুরু করবো। মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতিক্রমে মামলা দেয়া হবে।

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে জানার জন্য আজমাইন ট্রেড সেন্টারের মালিক সৈয়দ রাজু আহমেদকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। এছাড়া সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনালের মালিক অখিল চন্দ্র মন্ডলের নম্বরে ফোন করা হলে ফোন রিসিভকারী বলেন, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন।

উল্লেখ্য, এসওএল ডেল্টা নামের জাহাজযোগে গত ১৮ এপ্রিল মালয়েশিয়া থেকে সরিষা বীজ ঘোষণায় ১৫ কোটি টাকা মূল্যের দুই কনটেইনার পপি বীজ নিয়ে আসে আজমাইন ট্রেড সেন্টারের মালিক রাজু আহমেদ। এছাড়া শিপিং এজেন্ট ছিল আলভি লাইন বাংলাদেশ। অন্যদিকে চালানটি খালাসে একইদিন সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাাখিল করে। ঘোষিত সরিষার বীজের শুল্ক বাবদ এক লাখ ৪২ হাজার ৪৯৭ টাকা পরিশোধও করে আমদানিকারক। গোপন সংবাদ থাকায় চালানটির কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষণা দেয়া ৫৪ টন সরিষা বীজের স্থলে ১২ টন পাওয়া যায় এবং বাকি ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ। পরে পণ্যের রাসায়নিক পরীক্ষা শেষে পপি বীজ আমদানি নিশ্চিত হয়ে চালানটি জব্দ করে কাস্টমস।

সান নিউজ/ ইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

কেশবপুরে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুরঃ আগামী ০৮ ই মে ২০২৪, রোজ বুধবা...

আফ্রিকায় ভারী বৃষ্টি, নিহত ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হ...

ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: শেরে বাংলা এ কে...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

সোনার দাম ফের কমলো 

নিজস্ব প্রতিবেদক: আবারও সোনার দাম...

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীত...

থাইল্যান্ডের প্রতি বিনিয়োগের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের ব্...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা