খেলা

দ্রুত গতিতে উসাইন বোল্টকে ছাড়িয়ে গেলেন ভারতের শ্রমিক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যদিও প্রতিযোগীতা দুটো সমান নয়। কিন্তু দুজনেই রেকর্ড করেছেন দৌড়ে। একজন দৌড়িয়েছেন অলিম্পিকের কার্পেট বিছানো মসৃণ ট্রাকে। আর একজন কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় তাও আবার সঙ্গে দুইটি মহিষ নিয়ে। বলছি প্রথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব উসাইন বোল্ট এবং ভারতের ‘কাম্বালা জকি’ শ্রীনিবাস গৌড়ার কথা।

দুটি পোষা মহিষ নিয়ে দৌড়ে ১৩ দশমিক ৬২ সেকেন্ডে ১৪২ মিটারের বেশি অতিক্রম করেছেন শ্রীনিবাস। ২৮ বছর বয়সী ওই যুবক কাম্বালার ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। এরপর থেকেই বোল্টের সঙ্গে তুলনা চলছে তার। ১০০ মিটার ৯.৫৮ সেকেন্ডে পাড়ি দিয়ে দ্রুততম দৌড়ের রেকর্ড গড়েছিলেন বোল্ট। অঙ্কের হিসেবে শ্রীনিবাস কাম্বালায় ওই দৌড়ে ১০০ মিটার পারি দিয়েছেন ৯.৫৫ সেকেন্ডে, যা ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের বিশ্ব রেকর্ড গড়া দৌড়ের চেয়ে ০.০৩ সেকেন্ড দ্রুততম!

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ নিয়ে টুইট করেছেন ভারতের সংসদ সদস্য শশী থারুর। টুইটে তিনি বলেন, ‘উসাইন বোল্টের চেয়েও দ্রুতগামী? কর্ণাটকের লোকটি মোষ নিয়ে ১০০ মিটার ৯.৫৫ সেকেন্ডে পাড়ি দিয়েছে। ভারতের অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনকে বলছি তাকে নিজেদের অধীনে নিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন বানাতে। জানি না এমন আরও কত প্রতিভা লুকিয়ে আছে!’

স্থানীয় কাম্বালা একাডেমিতে এ দৌড়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন শ্রীনিবাস। তিনি নিজে অবশ্য বোল্টের সঙ্গে তুলনায় নারাজ। শুধু এটুকু বলেছেন, ‘কাম্বালা ভালোবাসি। আমার এ সাফল্যের পেছনে দুটি মোষেরও কৃতিত্ব রয়েছে। তারা খুব দ্রুত দৌড়েছে। আমি অনুসরণ ও পরিচালনা করেছি।’

ভারতের খ্যাতনামা ব্যবসায়িক গ্রুপ ‘মহেন্দ্র’-এর চেয়ারম্যান আনন্দ মহেন্দ্র শ্রীনিবাসকে নিয়ে টুইট করেন, ‘কিরণ রিজিজু হয় তাকে ১০০ মিটার স্প্রিন্টার বানাবে নতুবা কাম্বালা দৌড়টা আমরা অলিম্পিকে দেখতে চাই। শ্রীনিবাসের জন্য আমরা সোনার পদক চাই!’ আনন্দ মহেন্দ্রর টুইট রি-টুইট করে ভারতের মন্ত্রী কিরণ রিজিজু জানান, ‘কর্ণাটকের শ্রীনিবাসকে গৌড়াকে কোচদের মাধ্যমের ট্রায়ালের ব্যবস্থা করা হবে।’

২০১৩ সাল থেকে কাম্বালায় অংশ নিচ্ছেন শ্রীনিবাস। এ পর্যন্ত ২৮টি পদক জিতেছেন। পশুদের ওপর অত্যাচারের জন্য এ দৌড় একবার বন্ধ করার আবেদন উঠেছিল আদালতে। কিন্তু ২০১৬ সালে এ দৌড়ের ছাড়পত্র দেয় ভারতের আদালত।

শ্রীনিবাস গৌড়া ভারতের কর্ণাটকের বাসিন্দা। তিনি কর্নাটকের প্রত্যন্ত গ্রাম মুদাবিদরির ঠিকাশ্রমিক। বাড়ি নির্মাণের কাজ করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ট...

দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে বাড়ছেই ভোগান্তি

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সাধারণ মানুষের ভাগ্য বদলের কোনো লক্ষণ এখন...

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে: সোনারগাঁও জনসভায় তারেক

দেশের উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল প...

ইরান-মার্কিন উত্তেজনা চরমে

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে বড় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রণতরী ইউএসএস আ...

উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব 

ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় স্থাপিত উপ...

৩০ জানুয়ারি নোয়াখালী আসছেন জামায়াতে আমীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী আসছেন বাংলাদেশ জামায়াতে ইসল...

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না : নোয়াখালীতে ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছ...

জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার জ...

দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে বাড়ছেই ভোগান্তি

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সাধারণ মানুষের ভাগ্য বদলের কোনো লক্ষণ এখন...

দিস ইজ দ্যা রিয়েলিটি অফ টাইম : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে পাল্লা হচ্ছে ১১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা