জাতীয়

পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতিতে পরিবেশ দূষণের প্রতিযোগিতায় তাঁরা

নিজস্ব প্রতিবেদক:

প্রধান দুই দলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে চললেও নির্বিকার নির্বাচন কমিশন। পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রতি দিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা নির্বাচিত হওয়ার আগেই পরিবেশ দূষণের প্রতিযোগিতার মেতেছেন। নির্দিষ্ট সময়ের বাইরে উচ্চ স্বরে মাইক বাজানো, পরিবেশ দূষণকারী প্লাস্টিকে লেমিনেটিং করা ব্যানার পোস্টার লাগানো, রাস্তা বন্ধ করে পথসভা, যানজট সৃষ্টি করে প্রচারণা চালানোসহ বিধি বহির্ভভূত প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের মেয়র-কাউন্সিলর প্রার্থীরা।

প্লাস্টিক দিয়ে মোড়ানো পোষ্টারে ছেয়ে গেছে ঢাকা শহর। প্রচারণার সময় যত্রতত্র আবর্জ না ফেলে যাওয়া হচ্ছে আবর্জনা। দেয়াল, যানবাহন, খুঁটি, গাছসহ যেখানে সেখানে লাগানো হচ্ছে পোস্টার।

কান ফাঁটানো শব্দে প্রার্থীদের গুণকীর্তন সমৃদ্ধ গান আর ছন্দময় স্লোগানে ভোটের আহবানে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজধানীবাসী। কানের পর্দা ফাটানো নির্বাচনী প্রচারণার শব্দ এখন রাজধানী জুড়ে। রাত আটটার পরে মিছিলের উচ্চ শব্দে এক সংগে মোটর সাইকেলের হর্ন বাজানো নিষিদ্ধ থাকলেও তা মানছেন না কেউ।


এ বিষয়ে ঢাকার উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালও বলছেন, "আমার জানামতে আমার পোষ্টার প্লাস্টিকে হওয়ার কথা না। আমরা জানি শুধু বাংলাদেশ কেন পৃথিবীর অনেক বড় সমস্যা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, প্লাস্টিক দূষণ। আমি সচেতনভাবে আমার কর্মীদের বলেছি আমরা যেন কোন পলি ব্যবহার না করি।"

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলামের মন্তব্য, "আমাদের প্রচারণা আটটার পরে আমরা করি না। জনতার যখন ঢল নামে তখন আটটা নাকি দশটা নাকি চব্বিশ ঘণ্টা কেউ কিছু বলতে পারবে না। জনতার ঢল আমি তো দাবায়ে রাখাতে পারবো না।"

আতিকুল ইসলামের নির্বাচনী পোস্টার লেমিনেটিং করা অবস্থায় এলাকা জুড়ে ঝুলতে থাকলেও তাঁর দাবি, "যে যার মতো লাগাচ্ছে। আমি যেমন প্রিন্টিং করেছি ল্যামিনেটিং ছাড়া। কোথা থেকে কে লাগাচ্ছে বোঝার ক্ষমতা কারো নেই।"

বাংলাদেশে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রচারণায় মাইক, লাউড স্পিকার বা উঁচু শব্দ তৈরি করে এমন কিছু ব্যবহারের নির্ধারিত সময় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশের তারিখ পর্যন্ত কোনো প্রার্থী মিছিল বা শোডাউন করতে পারবেন না। জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে, এমন কোনো সড়কে পথসভা করা যাবে না। দড়িতে উপরের দিকে ঝুলিয়ে পোষ্টার লাগানোর বাইরে অন্য কোথাও পোস্টর না লাগারোর কথা রয়েছে বিধিতে। কিন্তু এসব নিয়ম অবাধে ভঙ্গ করছেন প্রার্থীরা।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের আচরণ বিধি লংঘনের জন্য ‘আর কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে কয়েকদিন আগে রিটার্নিং কর্মকর্তারা হুশিয়ারী দিলেও তার দৃশ্যমান কোন উদোগ দেখা যায়নি এখনও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের ন...

গজারিয়াতে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়...

টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে  ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেসে ব...

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

টি–টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে ১৮২ রানের...

বছর ঘুরলেই বাড়ে ভাড়া: রাজধানীর ভাড়াটিয়াদের আয় ছিন্নমূলের পথে

ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ন্ত্রণের অভাব ও দ্রুত জনসংখ...

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

টি–টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে ১৮২ রানের...

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, গ্রেপ্তার প্রেসিডেন্ট 

পূর্ব আফ্রিকার গিনি বিসাউয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট উ...

ঢাকায় এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে নির্দেশিকা আনছে ডিএনসিসি

ঢাকা শহরে কোন এলাকায় বাড়িভাড়া কেমন হওয়া উচিত এবং ক...

কুষ্টিয়ায় সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে জামায়াতের মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর বাজারের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা–কপোতাক্ষ (জিকে) সেচ...

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা